1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ডিলারের বিরুদ্ধে সার চুরি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ রাজশাহী ৩ আসনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করছেন ইকবাল হোসেন কুড়াখাল ও মগপুস্কুরিনীকে মডেল গ্রাম গড়ার উদ্যোগ খানজাহান আলী থানার ১টি ওয়ার্ড ও ২টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত দুর্গাপূজা উপলক্ষে সরাইলে প্রস্তুতি সভা ৫২টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে ১৫ বছর পর সম্মেলনে ফখরুলের হুঁশিয়ারি: যে নেতার নামে স্লোগান হবে, সেই মাইনাস হবেন ফুলপুরে ইউনিয়ন কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত দুইটি শব্দ(কবিতা) পবা উপজেলার দর্শন পাড়া ইউনিয়ন রাষ্ট্র সংস্কারে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত এ রায়হানুল আলম রায়হান এর উঠান বৈঠক “ভাইরাল ছবিতে বিতর্কে স্কুল কমিটি সদস্য”

কিশোরগঞ্জের ভৈরবের জামালপুর টেকনিক্যাল স্কুল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবের জামালপুর টেকনিক্যাল স্কুল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

নিম্নমানের নির্মাণ সামগ্রী ও নিয়ম না মেনে বিল সইয়ের অভিযোগে এলাকাবাসীর অসন্তোষ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জামালপুর টেকনিক্যাল হাইস্কুলের নতুন ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে এবং নিয়ম বহির্ভূতভাবে বিল ভাউচারে স্বাক্ষর করা হয়েছে। এতে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দারা চরম অসন্তোষ প্রকাশ করেছেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত এই স্কুলে বর্তমানে প্রায় ৭০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। নতুন ভবনের নির্মাণকাজ বাস্তবায়ন করছে কুমিল্লা উত্তরার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স সৈকত এন্টারপ্রাইজ’। মূল ঠিকাদার মোঃ আঃ রউফ এবং কুমিল্লার সাব-কন্ট্রাকটর সাইদুল ইসলামের মাধ্যমে ২য় ও ৩য় তলার নির্মাণকাজ চলছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৪ লাখ ৬০ হাজার টাকা।

নির্মাণ কাজের অনিয়ম সম্পর্কে ভৈরব উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ রেদুয়ান হোসেন বলেন, “আমি কিছু সময় বাড়িতে থাকার কারণে কাজের তদারকি করতে পারিনি। পরবর্তীতে দেখি সেগুন কাঠের পরিবর্তে মেহগনি কাঠ ব্যবহার করা হয়েছে। আমি সংশ্লিষ্টদের এসব পরিবর্তনের নির্দেশ দিয়েছি এবং কন্ট্রাক্টর সিডিউলের বাইরে যেসব কাজ হয়েছে তা নতুন করে সংশোধনের নির্দেশনা দেওয়া হয়েছে।”

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ রিয়াদ হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, “নির্মাণকাজে অনেক অনিয়ম পরিলক্ষিত হয়েছে। আমাকে অবগত না করেই প্রধান শিক্ষক বিল ভাউচারে সই করেছেন, যা গ্রহণযোগ্য নয়।”

শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম প্রধান বলেন, “দরজা-চৌকাঠে সেগুন কাঠের বদলে মেহগনি কাঠ ও নিম্নমানের গ্লাসসহ অন্যান্য সামগ্রী ব্যবহার করা হয়েছে। এছাড়া কাজ শেষ না হওয়ায় পরও প্রধান শিক্ষক বিল ভাউচারে স্বাক্ষর করেছেন, যা কমিটিকে না জানিয়েই করা হয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ হাকিম বলেন, “আমি নির্মাণ বিষয়ে তেমন অভিজ্ঞ নই। কন্ট্রাক্টর ও ইঞ্জিনিয়ারের অনুরোধে জুন ক্লোজিং হওয়ায় এবং সাত দিনের মধ্যে কাজ বুঝিয়ে দেওয়ার আশ্বাসে বিলে স্বাক্ষর করি।”

অভিযোগের বিষয়ে ঠিকাদার মোঃ আঃ রউফ বলেন, “কিছু ভুল হয়েছে, তবে তা কয়েক দিনের মধ্যে সংশোধন করে দেওয়া হবে।”

এলাকাবাসীর অভিযোগ ও অসন্তোষের পরিপ্রেক্ষিতে ভবনের নির্মাণকাজ পরিদর্শনের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট