বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আখতার হোসেনের মতবিনিময় সভা
আব্বাস উদ্দিন:জেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনী এলাকার সরাইল উপজেলার অরুয়াইলে, পাকশিমূল, চুন্টা ও পানিশ্বর এলাকাসহ ৪ ইউনিয়নের আঞ্চলিক ঐক্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সরাইল উপজেলার শান্তিনগর এলাকায় এ সভা অনুষ্টিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বি এন পি সাবেক যুগ্ন আহবায়ক ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ আখতার হোসেন। পানিশ্বর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ মোস্তফা মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানিশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মোবারক হোসেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ আখতার হোসেন বলেন আমাকে যখনই এলাকার লোকজন ডাক দিবেন আমি সব সময় ধানের শীষের ডাকে আপনাদের পাশে আসব। তিনি বলেন, আমি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, দল আমাকে মনোনয়ন দিলে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব ইনশাল্লাহ। আমাকে ছাড়া অন্য কাউকে মনোনয়ন দিলে ধানের শীষের পক্ষে কাজ করব। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।