কেওয়ারজুর বড়হাটি পূজা মণ্ডপে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন
কিশোরগঞ্জের মিটামইন থানার ৫নং ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর কেওয়ারজুর বড়হাটি পূজা মণ্ডপে আনুষ্ঠানিকভাবে শারদীয় দুর্গোৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে পূজার উদ্বোধন করেন স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার সুধীজন, পূজারী, ভক্তবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্গোৎসব কেবল একটি ধর্মীয় উৎসবই নয়, এটি সর্বজনীন মিলনমেলার এক অনন্য দৃষ্টান্ত। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে এ উৎসব সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পূজা কমিটির সভাপতি সুসেন দাস ও সাধারণ সম্পাদক বিজয় কুমার দাস জানান, যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আবহে দুর্গাপূজা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়েছে।