ঝালকাঠি পৌর শহরের পূজামন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক
শংকর দাস পবন ( বার্তা সম্পাদক) ঝালকাঠি
শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীতে ঝালকাঠি পৌর শহরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন ঝালকাঠি জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব, আশরাফুর রহমান।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে তিনি শহরের বিভিন্ন পূজামন্ডপে গিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।পরিদর্শন কালে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মো. কাওছার হোসেন এবং সহকারী কমিশনার( ভূমি), তাঁরা পূজামন্ডপে আসা ভক্ত ও দর্শনাথীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
জেলা প্রশাসক প্রতিটি মন্ডপে পূজা উদযাপন পরিষদের নেতাদের কাছ থেকে সার্বিক প্রস্ততি ও নিরাপত্তার বিষয় সম্পর্কে খোঁজ খবর নেয়।
পূজামন্ডপের আয়োজকরা জানান,জেলা প্রশাসক ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে ভক্ত- দর্শনাথীরা উৎসাহিত হয়েছেন। তাঁরা প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ পরিবেশে বজায় রাখতে যে পদক্ষেপ নিয়েছেন সেটিরও প্রশংসা করেন।