ঝালকাঠি পূর্বচাঁদকাঠি বাগান বাড়ি সার্বজনীন শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীর অঞ্জলি প্রদান
শংকর দাস পবন ( বার্তা সম্পাদক) ঝালকাঠি
হিন্দু ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব, শারদীয় দূর্গাপূজার আজ মহা অষ্টমী।প্রত্যেক মন্দিরে মন্দিরে পূজার্চনা ও ভক্তরা দেবী দুর্গার আর্শিবাদ লাভের আশায় অঞ্জলি প্রদান করছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঝালকাঠি পূর্বচাঁদকাঠি শ্রীশ্রী পতিত পাবন ( বাগান বাড়ি) হাজারো ভক্তদের মাঝে অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরন করা হয়।
ঝালকাঠি পৌর শহরের পূর্বচাঁদকাঠি শ্রীশ্রী পতিত পাবন ( বাগান বাড়ি) একটি প্রাচীন মন্দির। দীর্ঘদিন ধরে বিভিন্ন দেব দেবীর পূজা হয়ে আসছে।
এ বছর সনাতন ধর্মাবলম্বী পঞ্জিকা অনুযায়ী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর থেকে শুরু হয়ে ২ অক্টোবর দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিন ব্যপী দুর্গা পূজার মহোৎসবের মহা মিলন শেষ হবে।
ঝালকাঠি জেলায় এ বছর মোট ১৬২টি স্থায়ী ও অস্থায়ী মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সদর উপজেলায় ৭৫ টি,নলছিটি ২৪টি, রাজাপুর ১৮টি ও কাঁঠালিয়া উপজেলায় ৪৫টি মন্ডপে দেবীদুর্গার পূজার আয়োজন করা হয়েছে।
পূজার বিভিন্ন মন্দির ঘুরে দেখা গেছে আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে।এখন পর্যন্ত কোথাও পূজা বিঘ্নিত হয় এমন ঘটনা ঝালকাঠি জেলায় ঘটে নি।