রাজশাহী জেলার দুর্গাপুরে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা
মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৪ নং দেলুয়াবাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) পাচুবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে, বিকেল ৫ টার সময় ওই আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় দূর্গাপুর উপজেলা বিএনপির এডহক কমিটির সদস্য মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ২০০৮ ও ২০১৮ পুঠিয়া-দূর্গাপুরের, অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, বিএনপি তথা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে এদেশের মানুষের আর কোন চিন্তা থাকবে না। ৩১ দফা বাস্তবায়ন হলে মানুষের অধিকার আদায় হবে। এই ৩১ দফা বাস্তবায়ন করা গেলে নারীদেরও অধিকার পূর্ণতা পাবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন এবং ৩১ দফা বাস্তবায়ন করে দেশ ও জনগণের পক্ষে রায় দিবেন। এ সময় তিনি বিএনপির নানান সময়ের উন্নয়নের চিত্রও তুলে ধরেন।
এসময় অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলার বিএনপির এডহক কমিটির সদস্য, আবু বকর সিদ্দিক। জহিরুল ইসলাম, বিএসি, সাবেক ইউপি সদস্য ও যুবদল সভাপতি। আখের আলী, সাবেক ইউপি সদস্য। আনারুল ইসলাম, যুবদল নেতা দেলুয়াবাড়ী ইউনিয়ন। আব্দুল মান্নান, ৪নং ওয়ার্ড সভাপতি, দেলুয়াবাড়ী ইউনিয়ন বিএনপি সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আরো বহু নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।