আগামী খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ১ ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মনোনায়ন সম্পন্ন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বার্তা সম্পাদক মোহাম্মদ মামুন মোল্লা খুলনা মহানগর
১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে এস এম আজিজুর রহমান স্বপন ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে হুমায়ুন কবির মোল্লা’র নাম ঘোষণা করেন খুলনা মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান।
আজ দু’টি ওয়ার্ডের পৃথক কর্মী সম্মেলনে এ ঘোষনা দেয়া হয়। ১নং ওয়ার্ডের বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে সব সময় কাজ করে গিয়েছেন আজিজুর রহমান স্বপন। এ জবত পর্যন্ত সে এই ওয়ার্ডের জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য নিরসলভাবে কাজ করে গেছেন সুখে-দুখে দল মত নির্বিশেষে সে সবার পাশে সাহায্য সহযোগিতা সবসময় করেছেন। এবং এই ওয়ার্ডের সাধারণ জনগণ দল মত নিবিশেষে তাকেই কাউন্সিলর হিসেবে দেখতে চায়। এটা ওয়ার্ডবাসীর ভবিষ্যৎ কামনা।
তার সম্পর্কে জানতে চাইলে ১নং ওয়ার্ডের একজন সাধারণ নাগরিক মোহাম্মদ শফিকুর রহমান আমাদের জানান, দল মত নির্বিশেষে স্বপন ভাই একজন ভালো মানুষ, ভালো ব্যক্তিত্ব তার মত একজন লোক এই ওয়ার্ডে দরকার সে সব সময় সকল মানুষের পাশে থাকে বিশেষ করে দুস্হ অসহায় লোকদের পাশে ছায়ার মত সে সাহায্য সহযোগিতা করে থাকে। এলাকাবাসীর ধন্য হবে তার মতো একজন সামাজিক রাজনৈতিক,সৎ ব্যক্তিত্ব একজন জনদরদী লোক। তাকেই কাউন্সিলর হওয়ার দরকার আমরা আশা করি আগামী যে কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হবে, সাধারণ মানুষ দলমত নির্বিশেষে সবাই তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে ওয়ার্ডের কাঙ্ক্ষিত উন্নয়ন তার মাধ্যমে সম্পন্ন হবে বলে আশা ব্যক্ত করে এলাকাবাসি।।
আরেকজন স্থানীয় লোকের কাছে জানতে চাইলে সে এমনটাই বলে দল মত নির্বিশেষে আজিজুর রহমান স্বপন ভাইয়ের মত একজন লোক আমাদের ওয়ার্ডের দরকার সে দিনরাত এই ওয়ার্ডের মানুষের পাশে নিরসল ভাবে কাজ করে আসছে।
ভিন্নধর্মী আরেকজন রাজনৈতিক ব্যক্তির কাছে জানতে চাইলে
সে বলে আমি একটা রাজনৈতিক দল করি তারপরও ভিন্ন দলের লোক স্বপন ভাই আমি ব্যক্তি হিসেবে তাকেই ভোট দিব এবং অন্যদেরকে ভোট প্রদান করতে উৎসাহিত করব তার মত একজন সৎ লোক যদি কাউন্সিলর হতে পারে এই এক নং ওয়ার্ড কে সে আধুনিক উন্নয়নের রোল মডেল হিসেবে খুলনা মহানগরে পরিচিতি করবে। এই আশা বক্তব্য করেন। আমরা সর্বাঙ্গী মঙ্গল কামনা করি।
পরিষেশে বলা যায় এস এম আজিজুর রহমান স্বপন ওয়ার্ডের জরিপে এবং ভোট যুদ্ধে সবার থেকে অনেক এগিয়ে আছে এসবগুলো সাধারণ জনগণের মন্তব্য।