কিশোরগঞ্জে সাউন্ড ব্যবসায়ী সমিতির আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন
উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জ জেলা সাউন্ড ব্যবসায়ী সমিতির আয়োজনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের আখড়াবাজার থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নেহাল গ্রীণপার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
কিশোরগঞ্জ জেলা সাউন্ড ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ মো. হাবিবুল্লাহ টিটুর সভাপতিত্বে ও মো. সুমন মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা মো. পাপ্পু মিয়া, পার্থ শাহা, মো. আবদুল মালেক, মো. আলতাফ মিয়া, সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম খোকন, সুমন চৌহান, সাধারণ সম্পাদক শামীম শান্ত, সাংগঠনিক সম্পাদক ইমরান, দপ্তর সম্পাদক নয়ন শাহা, কটিয়াদী উপজেলা সভাপতি মো. আলম, সাংস্কৃতিক সম্পাদক নান্টু শাহা, কার্যকরী সদস্য আল আমিন, মো. শহিদুল্লাহ, মো. বাবুলসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
—