1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ডিলারের বিরুদ্ধে সার চুরি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ রাজশাহী ৩ আসনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করছেন ইকবাল হোসেন কুড়াখাল ও মগপুস্কুরিনীকে মডেল গ্রাম গড়ার উদ্যোগ খানজাহান আলী থানার ১টি ওয়ার্ড ও ২টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত দুর্গাপূজা উপলক্ষে সরাইলে প্রস্তুতি সভা ৫২টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে ১৫ বছর পর সম্মেলনে ফখরুলের হুঁশিয়ারি: যে নেতার নামে স্লোগান হবে, সেই মাইনাস হবেন ফুলপুরে ইউনিয়ন কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত দুইটি শব্দ(কবিতা) পবা উপজেলার দর্শন পাড়া ইউনিয়ন রাষ্ট্র সংস্কারে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত এ রায়হানুল আলম রায়হান এর উঠান বৈঠক “ভাইরাল ছবিতে বিতর্কে স্কুল কমিটি সদস্য”

সিরাজগঞ্জে ডিলারের বিরুদ্ধে সার চুরি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে ডিলারের বিরুদ্ধে সার চুরি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ

বার্তা সম্পাদক, আব্দুল কুদ্দুস সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় রোপা আমন মৌসুমে টিএসপি সারের ঘাটতি দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে সার চুরির অভিযোগ উঠেছে পার্থ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও বিসিআইসি-বিএডিসির ডিলার রজত ঘোষের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

থানা সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে রজত ঘোষের গুদাম থেকে ১৩ বস্তা টিএসপি সার পাশের উল্লাপাড়া উপজেলার কুচিয়ামারা বাজারে নেওয়া হচ্ছিল। স্থানীয়দের সন্দেহ হলে তারা সারসহ ভ্যান আটক করে থানায় সোপর্দ করেন। পরে ওই রাতে ডিলারের দোকানের কর্মচারী মুর্শিদের নামে মামলা হয়।

অভিযোগ রয়েছে, রজত ঘোষ তাড়াশ পৌর শহরে সার বিক্রির জন্য অনুমোদিত ডিলার হলেও মাধাইনগর ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় গুদাম করে দীর্ঘদিন ধরে বেশি দামে সার বিক্রি করে আসছেন। তবে তিনি অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তার কর্মচারী মুর্শিদ চুরি করে সার বিক্রির চেষ্টা করেছেন।

কৃষকরা অভিযোগ করেন, রজত ঘোষ নিজেই নিয়ম বহির্ভূতভাবে অন্য উপজেলায় বেশি দামে সার বিক্রির চেষ্টা করেছেন। এ ঘটনার পর থেকে তার দোকান বন্ধ থাকায় কৃষকরা সার পাচ্ছেন না।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে ১৩ হাজার ৯১০ হেক্টর জমিতে রোপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর বিপরীতে বিএডিসির ১৭ জন ও বিসিআইসির ১২ জন ডিলারকে মাত্র ৪৮ বস্তা করে টিএসপি সার বরাদ্দ দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শর্মিষ্ঠা সেন গুপ্তা বলেন, নীতিমালা বহির্ভূতভাবে বিক্রির চেষ্টা করা সার জব্দ করা হয়েছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, মুর্শিদের নামে মামলা হয়েছে। তদন্তে ডিলার রজত ঘোষের সম্পৃক্ততা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট