দুইটি শব্দ
মাহমুদ আল মামুন
ভালবাসা অথবা প্রেম দুইটি শব্দের প্রতি আমার
কিছুতেই আর বিশ্বাস জন্মাতে পারছিনা,
দুইটি শব্দের প্রাতিই আমার একদিন ছিল
অঢেল বিশ্বাস
সেটা ছিল সাগর সমান
হঠাৎ সে সাগর শুকিয়ে হয়ে গেলো ধু ধু মরুভূমি
কেন যে হলো এমন
সে ইতিহাস বড়ো কঠিন।
সেই অট্টালিকা আবিশ্বাসের
আগুনে জ্বলছে রাত দিন
তাই এখন ভালবাসা এবং প্রেম
কোনটার প্রতিই উড়াতে পারি না
বিশ্বাসের পতাকা।