“ভাইরাল ছবিতে বিতর্কে স্কুল কমিটি সদস্য”
বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জ
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ছবি নিয়ে সুনামগঞ্জের হাজী মকবুল পুরকায়স্থ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এক সদস্যকে ঘিরে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা চলছে। ছবিতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি হাতে গ্লাস ও মদের বোতল নিয়ে আছেন। অনেকেই দাবি করছেন ছবির ব্যক্তি ওই কমিটি সদস্য।
অভিযোগ অনুযায়ী, ছবিটি ভাইরাল হওয়ার পর থেকে এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা বলেছেন, ওই ব্যক্তির বিরুদ্ধে অতীতে আরও নানা অপকর্মের অভিযোগ শোনা গেছে।
তবে অভিযুক্ত ম্যানেজিং কমিটি সদস্য মোঃ জয়নাল আবেদীন (পিতা: আঃ লতিফ, ১ নং ওয়ার্ড, ষোলঘর, সুনামগঞ্জ পৌরসভা) অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি বলেন, “এই ছবিটি ফেইক আইডি থেকে ছড়ানো হয়েছে, ছবির ব্যক্তিটি আমি নই। এটি আমাকে হেয় করার অপপ্রচার।”
সদস্যরা মূলত স্কুল পরিচালনা, সিদ্ধান্ত গ্রহণে অংশ নেওয়া, তদারকি করা এবং স্থানীয় সম্প্রদায় ও অভিভাবকদের সঙ্গে সমন্বয় স্থাপন করতে সাহায্য করে।
স্থানীয় সচেতন মহলের অনেকে বলেছেন, “অভিযোগের সত্যতা যাচাই জরুরি। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, যাতে বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন না হয়।”