1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
.পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর শাখার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। মাগুরা শ্রীপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে সেনা কর্মকর্তার সাথে মতবিনিময়। ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার আওতাধীন এতবারপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড শাখার ওয়ার্ড সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খাদ্য ও নগদ অর্থ বিতরণ সৌদি আরব-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি : আঞ্চলিক নিরাপত্তায় নতুন অধ্যায় মাগুরাতে জুলাই হত্যা মামলার আসামিদেরকে প্রত্যায়ন দিয়ে জামায়াতের জেলা আমির এর বানিজ্য। নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহ বিসিএস এর প্রার্থীরা পরীক্ষায় অংশ গ্রহন মাগুরাতে জুলাই হত্যা মামলার আসামিদেরকে প্রত্যায়ন দিয়ে জামায়াতের জেলা আমির এর বানিজ্য। মনোসত্য. সমাজকর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্ব জেসমিন রহমান স্মৃতি

ময়মনসিংহে ৪৭তম বিসিএস প্রিলির প্রস্তুতিমূলক সেমিনার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহে ৪৭তম বিসিএস প্রিলির প্রস্তুতিমূলক সেমিনার

মকবুল হোসেন,নিউজ এডিটর, ময়মনসিংহ

প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্বদানে সক্ষম প্রার্থী বাছাই করার ক্ষেত্রে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। এ বাছাই পরীক্ষা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে গ্রহণের জন্য হল ও কেন্দ্র প্রধান, আহ্বায়ক এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। আজ ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ টাইপ) উপলক্ষে প্রস্তুতিমূলক সেমিনারে এসব কথা বলেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) বিজ্ঞ সদস্য এ এস এম গোলাম হাফিজ।
বিপিএসসি কর্তৃক আয়োজিত জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল ইসলাম ও সিভিল সার্জন মোহাম্মদ সাইফুল ইসলাম খান। এছাড়াও শুক্রবার (১৯ সেপ্টেম্বর ) ময়মনসিংহের বিপিএসসির আঞ্চলিক কেন্দ্র ময়মনসিংহে অনুষ্ঠিতব্য ৪৭তম বিসিএসের ২৮টি কেন্দ্রের হল প্রধান ও আহ্বায়ক, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।

বিপিএসসির আঞ্চলিক কার্যালয় ময়মনসিংহের উপপরিচালক কামরুন্নাহার শেফার সঞ্চালনায় শুরুতেই পরীক্ষা সংশ্লিষ্ট নিয়ম-কানুন নিয়ে একটি তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। ময়মনসিংহে ২৮টি কেন্দ্রে মোট ৩০৩৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। এরপর প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রপ্রধানদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।

অনুষ্ঠানে সিভিল সার্জন বলেন, প্রত্যেক কেন্দ্রে একজন করে মেডিক্যাল অফিসার এবং একজন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট থাকবে। ছোটখাটো বা জরুরি প্রয়োজনে পরীক্ষার্থীদের সহায়তায় তারা নিয়োজিত থাকবে।

পুলিশ সুপার বলেন, ১৯টি পয়েন্টে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে।যেকোনো ধরনের জালিয়াতি ও প্রতারণা রোধে পুলিশ সদা তৎপর। এছাড়াও যানজট এড়াতে পরীক্ষার্থীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, আপনাদের পরীক্ষাপূর্ব, পরীক্ষা চলাকালীন এবং পরীক্ষা পরবর্তী সময়ে করণীয় বিষয়ক যে নির্দেশনা দেওয়া হয়েছে তা যথাযথভাবে পালন করুন।কোনো অপ্রীতিকর ঘটনা যাতে সৃষ্টি না হয় সে ব্যাপারে সজাগ থাকুন।
ময়মনসিংহের রেঞ্জ ডিআইজি বলেন, প্রশাসন ও পুলিশ সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে এ পরীক্ষা আয়োজনে বদ্ধপরিকর।

বিপিএসসির সদস্য ও প্রধান অতিথি বলেন, অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে বর্তমানে বিভিন্ন ধরনের জালিয়াতির চেষ্টা করা হয়, সেগুলো চেকিং এর সময় সনাক্ত করে প্রতিহত করতে হবে। কানের মধ্যে কোনো ডিভাইস, ইলেকট্রনিক ঘড়ি, অলংকার, মোবাইল, মানিব্যাগ আনা যাবে না। নিষিদ্ধ সামগ্রীর বিষয়ে কেন্দ্রে হ্যান্ডমাইকে বারবার প্রচার করতে হবে। আসন বিন্যাস দৃশ্যমান জায়গায় টাঙানো, নিয়ম অমান্য করলে সাইলেন্ট এক্সপেল (নীরব বহিষ্কার) সহ সবকিছুতে স্বচ্ছতা বজায় রাখতে অনুরোধ রইল।

সমাপনী বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, পিএসসি’র পরীক্ষা জাহাজের মতো যার কান্ডারী আপনারা। সরকারের গুরুত্বপূর্ণ এ বাছাই পরীক্ষা ময়মনসিংহ অঞ্চলে সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও প্রচেষ্টা একান্ত জরুরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট