ঝালকাঠিতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত
শংকর দাস পবন ( বার্তা সম্পাদক) ঝালকাঠি
ঝালকাঠিতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব আশরাফুর রহমান।সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার মাননীয় পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব কাওছার হোসেন,জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জনাব ইমরান শাহরিয়ার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব তৌহিদুল ইসলাম, ঝালকাঠি জেলার সকল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা বৃন্দ,এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকতা,বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা ও কর্মী সহ জেলা ও উপজেলার সকল পূজা মন্দির কমিটির সভাপতি ও সম্পাদক সহ পূজার সাথে জড়িত সকল সদস্য বৃন্দ।
সভায় মাননীয় জেলা প্রশাসক প্রত্যেককে যার যার অবস্থানে থেকে নিজ নিজ দায়িত্ব পালনের প্রতি নির্দেশনা প্রদান করেন।শারদীয় দুর্গাপূজা উৎসব সুন্দর ভাবে পালনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।