ঝালকাঠি সরকারি কলেজে একাদশ শ্রেণীর ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের নবীন বরন উৎসব অনুষ্ঠিত
বাদল চন্দ্র ধর, সদর প্রতিনিধি, ঝালকাঠি
ঝালকাঠি সরকারি কলেজ অডিটোরিয়ামে (১৫ সেপ্টেম্বর) সোমবার, সকাল ১০টায় (২০২৫-২০২৬) সালের একাদশ শ্রেণীর ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। অরিয়েন্টেশন প্রোগ্রামে নবীন শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে অত্র কলেজের ছাত্র-ছাত্রীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর হোসেন। অরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন অত্র কলেজের সকল শিক্ষকসহ ভর্তিকৃত শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের প্রথমে পবিত্র কুরআন তিলাওয়াত ও পবিত্র গীতা পাঠের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করে উপস্থিতি সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। এরপর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ও ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন কর্মসূচি করে অডিটোরিয়ামের উপস্থিতি শিক্ষক ছাত্র-ছাত্রী বৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষকদের মাঝে পরিচয় পর্ব করা হয়
পরিচয় পর্ব শেষে দিকনির্দেশনা মূলক আলোচনা বক্তব্য দেয় শিক্ষকবৃন্দ। পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিষ্টিমুখ আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।