ঝালকাঠি পৌর স্টেডিয়ামে তরুন্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় চ্যাম্পিয়ানশীপ ফুটবল টুনামেন্ট ২০২৫
শংকর দাস পবন ( বার্তা সম্পাদক) ঝালকাঠি
দেশজুড়ে নতুন করে ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দিতে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন যৌর্থভাবে আয়োজন করেছে জাতীয় চ্যাম্পিয়ানশীপ ২০২৫
তরুন্যের উৎসব এর অংশ হিসেবে আয়োজিত এই আসরে অংশ নিচ্ছে দেশের ৬৪টি জেলা।প্রাথমিক রাউন্ডে ৬৪ জেলায় আটটি গ্রুপে ভাগ হয়ে খেলবে।প্রতিটি গ্রুপের নাম করণ করা হয়েছে জুলাই শহীদের নাম অনুসারে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে ঝালকাঠি পৌর স্টেডিয়ামে গ্রুপ পর্বের ঝালকাঠি বনাম পটুয়াখালীর মধ্যকার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার মাননীয় পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়,আলমামুন খান ধলু সহ ক্রীড়া সংস্থার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব,কাওছার হোসেন।
প্রথম দিনে ঝালকাঠি বনাম পটুয়াখালীর খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে।