মাগুরাতে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেঅস্ত্র সহ আটক দুই।
মোঃ তারিকুল ইসলাম তুহিন,নিজস্ব প্রতিনিধিঃ
মাগুরাতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে। আটকৃতরা হলেন, মাগুরা সদর উপজেলার পারলা গ্রামের মৃত রুস্তম বিশ্বাসের ছেলে মোস্তাক (৩৭), ও তার বড় ভাই মোঃ দাউদ আলী বিশ্বাস ( ৪৬)। আটককৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রবিবার ১৪ সেপ্টেম্বর ভোর রাতে সেনাবাহিনী ও পুলিশের বিশেষ অভিযানে মাগুরা সদরের পারলা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় ।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, মাগুরা সেনাক্যাম্প ও সদর থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পারলা এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ মুস্তাক ও তার বড় ভাইকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। মাগুরা থানায় তাদের নামে একাধিক মামলা রয়েছে। তাদের দুজনকে আটকের পর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।