কুমিল্লা গ্র্যান্ড ক্যাসাল হোটেলে অনুষ্ঠিত হলো হেয়ার ট্রেনিং ও ওয়ার্কশপ,
এ কে এম আজাদ
বিশেষ প্রতিনিধি
কুমিল্লার হোটেল গ্র্যান্ড ক্যাসাল কনভেশন সেন্টার আনন্দমুখর পরিবেশে, কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো হেয়ার ট্রেনিং ওয়াকসপ, ১৪ ই সেপ্টেম্বর রোজ রবিবার, এসময় হোটেল গ্র্যান্ড ক্যাসাল কনভার্শন সেন্টারে দেশের সুনামধন্য আন্তর্জাতিক হেয়ার ট্রেনিং ট্রেইনার কাজী কামরুল ইসলাম স্যার কে ব্রাইড জার্নি বিউটি পার্লার এর পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেন, জনাব কাজী কামরুল ইসলাম এর উপস্থিতিতে হেয়ার কাটিং টেনিং ওয়ার্কশপটি শুরু করেন , নারী উদ্যোক্তা বিউটিশিয়ান ব্রাইট জার্নি বিউটি পার্লার স্বত্বাধিকারী আফরোজা আক্তার এর তত্ত্বাবধানে, দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ৫০ জনের অধিক স্বনামধন্য বিউটিশিয়ানদের কে নিয়ে ট্রেডিং ওয়াকসপ শুরু হয় , ট্রেনিং ওয়াকস এ সরাসরি দেখানোর মাধ্যমে বিভিন্ন স্টাইলে চুল কাটা ও ফ্রেশিয়াল ট্রেনিং টি উপস্থাপন করেন, ট্রেইনার কাজী কামরুল ইসলাম, ট্রেনিং ওয়ার্কশপে সকলে উপস্থিতির মাধ্যমে হাতে কলমে সরাসরি ট্রেনিং শিখার জন্য আগ্রহ প্রকাশ করেন, উল্লেখযোগ্য ভাবে ট্রেনিং ওয়াকসপ উপস্থিত ছিলেন, পৌসী বিউটি পার্লার ফেনী, তামান্না ম্যাকএভার বিউটি সেলুন রায়পুর লক্ষ্মীপুর , শিল্পী বিউটি পার্লার ফেনী,সাথী এঞ্জেলস ম্যাকএভার বালুতুফা, জান্নাত বিউটি পালার ইয়াসিন মার্কেট গেট, সোহানা ম্যাকএভার ঠাকুরপাড়া কুমিল্লা প্রমোখ।