ঝালকাঠিতে অযত্নে – অবহেলায় পড়ে থাকা কবরস্থান জামায়াতের উদ্যোগে পরিস্কার – পরিচ্ছন্ন অভিযান
শংকর দাস পবন ( বার্তা সম্পাদক) ঝালকাঠি
অবহেলা, অযত্নে, বেখেয়ালিপনা আর অব্যবস্হাপনায় দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্হায় পরে ছিল ঝালকাঠি পৌরসভার তিনটি কবরস্থান।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে বৈরি আবহাওয়ার মধ্যে স্বেচ্ছাশ্রমে ঝালকাঠি জামায়াতের উদ্যোগে পরিস্কার – পরিচ্ছন্ন অভিযান শুরু করেন।ঝালকাঠি ২নং আসনের সম্ভব্য সংসদ পদপ্রার্থী শেখ নেয়ামুল করিম, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান সহ ঝালকাঠি সদর জামাতের নেতা ও কর্মীরা।
স্থানীয়রা জানান,বহুদিনের অযত্নে গোরস্তানের চারপাশ ঝোপঝাড়ে ভরে গিয়েছিল। ঝালকাঠি জামায়াতে ইসলামী উদ্যোগ নেয়ার পর অন্তত এখন কবরস্থানে আগতদের কিছুটা স্বস্থি ফিরবে।
পৌরবাসীর অভিযোগ, পৌর কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও উদাসীনতার কারনে এ ধরনের উদ্যোগ নিতে হচ্ছে রাজনৈতিক বা সামাজিক সংগঠন গুলোকে।