কুমারখালীতে ৭ বছরের শিশুকে যৌন নিপিড়নের অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে ।
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি ঃ নিজস্ব প্রতিনিধি
১১.০৯.২০২৫
কুষ্টিয়ার কুমারখালীতে ৭ বছরের শিশুকে যৌন নিপিড়নের অভিযোগ উঠেছে ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে পান্টি ইউনিয়নের পান্টি কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত বৃদ্ধ পান্টি কলেজপাড়া এলাকার মৃত মামুন শেখের ছেলে ইছাহক শেখ (৬০)।
প্রত্যক্ষদর্শী নাজমা খাতুন জানান, বেলা ১২ টার দিকে বৃদ্ধ ইছাহক তাদের বাড়ির পিছনে জঙ্গলের ভেতর শিশুকে ডেকে নিয়ে যাওয়ার সময় তার সন্দেহ হওয়ায় তিনি তার ছেলের স্ত্রীকে পাঠান বিষয়টি দেখতে। তার ছেলের স্ত্রী ঘটনাস্থলে পৌঁছালে ইছাহক তার কোলের উপর থেকে শিশুকে উঠিয়ে দিলে শিশুটি দৌড়ে বাড়িতে চলে আসে। এসময় তিনি শিশুকে জিজ্ঞেস করে যৌন নিপিড়নের বিষয়টি জানতে পারেন।
যৌন নিপিড়নের শিকার শিশু জানায়, প্রাইভেট পড়ে ফেরার সময় ইছাহক তাকে কলার পাতা দেবার কথা বলে জঙ্গলের মধ্যে ডেকে নিয়ে জামা খুলে যৌন নিপিড়ন করে। এসময় পাশের বাড়ির একজন চলে আসলে সে দৌড়ে বাড়িতে চলে আসতে সক্ষম হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জিয়াউর রহমান জানান, পান্টি এলাকায় শিশু যৌন নিপিড়নের অভিযোগ পেয়ে ইতিমধ্যে অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।