পল্টন নোয়াখালী টাওয়ার: বিদেশ পাঠানোর নামে ভয়াবহ মানবপাচার চক্র
স্টাফ রিপোর্টার | মইন তালুকদার ঢাকা
রাজধানীর পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারকে ঘিরে ভয়াবহ মানবপাচার ও প্রতারণা চক্রের কার্যক্রম চলছে বলে অভিযোগ উঠেছে। বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি সৌদি আরবে নিয়ে ভুক্তভোগীদের জিম্মি ও বিক্রি করছে চক্রটি।
মূল হোতা ও চক্রের নেটওয়ার্ক
অভিযোগ অনুযায়ী, মিনহাজ হোসেন শোভন ও তার সহযোগী দালাল কামাল বাংলাদেশ থেকে প্রতারণার কাজ পরিচালনা করে আসছেন। আর সৌদি আরবে বসে ‘টাইমস কোম্পানি’র সুজন ইব্রাহিম পুরো নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করছেন। রিয়াদের আল গুবারিয়া এলাকায় তাদের দুটি ক্যাম্প রয়েছে, যেখানে ভুক্তভোগীদের আটকে রেখে জিম্মি ও অপহরণের মতো কাজ করা হয়।
ভুক্তভোগীর অভিজ্ঞতা
প্রবাসী মো: সেলিম রানা জানিয়েছেন—
> “আমাকে চার জায়গায় বিক্রি করেছে। এখনও পর্যন্ত কোনো ইকামা দেওয়া হয়নি। আমি তাদেরকে ৩ লাখ ৮৩ হাজার টাকা দিয়েছি। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কিছুই পায়নি।”
তিনি আরও জানান, প্রতারকদের বিরুদ্ধে প্রমাণস্বরূপ নামের তালিকা, ছবি, ভিডিও ও ভয়েস রেকর্ড তার কাছে রয়েছে।
প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ
সেলিম রানা অভিযোগ করেছেন, সাংবাদিক ও প্রশাসনের কাছে বিষয়টি জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে প্রবাসীদের উদ্যোগে গড়ে ওঠা ‘১০১ টিম’ চক্রটির বিরুদ্ধে প্রতিবাদ জানালেও প্রশাসনিক নজরদারির অভাব ভুক্তভোগীদের আরও হতাশ করছে।
দাবী
ভুক্তভোগী প্রবাসী সেলিম রানা প্রশাসনের কাছে তার কষ্টার্জিত টাকা ফেরত দেওয়া ও প্রতারণা-মানবপাচারকারী চক্রকে আইনের আওতায় আনার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন।