কুমিল্লা চান্দিনা এলডিপি নেতা যুবদলের নেতার উপর হামলার অভিযোগ উঠেছে।
এ কে এম আজাদ
বিশেষ প্রতিনিধি কুমিল্লা
২৫ই আগস্ট সোমবার রাত আনুমানিক সাতটায়, কুমিল্লা চান্দিনায় ২নং বাতাঘাসী ইউনিয়ন ৭ নং যুবদলের সভাপতি মকবুল হোসেন ও দ্বীন ইসলামের উপর হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে এলডিপি নেতার বিরুদ্ধে।
স্থানীয় এলাকাবাসী জানান,
অভিযুক্ত এল ডি পির নেতা নাসির উদ্দিন মোল্লা বর্তমানে সমাজের ছোট ছোট বাচ্চাদের কে নিয়ে সমাজের বিচার শালিসি আধিপত্য বিস্তার করে,
অভিযুক্ত নাসির উদ্দিনের(৪৫) বিরুদ্ধে যুবদল নেতা মকবুল হোসেন ও দ্বীন ইসলাম জানান
নাজিরপুর গ্রাম থেকে হাসিমপুর আমার বাড়িতে এসে দল বল নিয়ে বাড়িতে হামলা ও মারধর চালায়, ওই সময় সংঘবদ্ধ দলে থাকা লোকজন আমার বাড়ি ঘর লুটপাট করে,
মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় সমাজকে মাদকমুক্ত করতে গিয়ে, আজ আমি হামলার শিকার হই এবং আমার বাড়িতে ভাঙচুর এবং লুটপাট করা হয়,
আমরা এর বিচার চাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমাদের নিরাপত্তার জন্য এলাকাবাসী নিরাপত্তার জন্য আপনাদের সাহায্য চাই প্রশাসনের সাহায্য চাই।
প্রশাসনকে একটাই কথা বলব আমাদের এলাকা মাদকমুক্ত এলাকা গড়ে তুলুন আপনাদের সহযোগিতায় আমাদের এই অত্র এলাকায় মাদকমুক্ত করুন যুব সমাজকে রক্ষা করুন।
এই বিষয়ে জানতে নাসির উদ্দিন মোল্লা বলেন আমার মাছের প্রজেক্ট এর পাসে মকবুলের শুশুরের জমি এই, জমি ভাঙা নিয়ে বিরুদ্ধের জের ধরে সংঘর্ষ, আমি এর সঠিক বিচার চাই,
চান্দিনা থানা অফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম বলেন, কোন পক্ষ থানায় অভিযোগ করে নাই, অভিযোগ করিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।