কিশোরগঞ্জে হাতপাখার প্রার্থীর উদ্যোগে রাস্তা সংস্কার।
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন
কিশোরগঞ্জ জেলা শহরের একরামপুর থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হসপিটালে যাওয়ার একমাত্র রাস্তাটি জরাজীর্ণ হয়েপরায় রুগিদের যাতায়াতে অতিব কষ্ট পোহাতে হয়, গতকাল রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক মনোনীত কিশোরগঞ্জ সদর আসন – ১ ( সদর হোসেনপুর ) সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর হাফেজ মাওলানা আজিজুর রহমান জার্মানির উদ্যোগে জেলা সড়ক ভবনের সহায়তায় আইএবি কর্মিদের সেচ্ছাসশ্রমে রাস্তাটি সাময়িক সংস্করার করা হয়। এতে করে বতর্মানে রুগি সহ সাধারণ মানুষের যাতায়াতের দূর্বিসহ কষ্ট অনেকটায় লাগব হবে বলে ধারণা করা হচ্ছে।
গতকাল রাত ১১ টা হতে শেষ রাত পযর্ন্ত জেলা সড়ক ভবনের সহায়তায় আইএবি কিশোরগঞ্জ জেলা শহরের কর্মিদের সেচ্ছাশ্রমে এবং হাতপাখার প্রার্থী প্রফেসর আজিজুর রহমান জার্মানির তত্ত্বাবধানে জেলা শহরের সিদ্ধেশ্বরীবাড়ীর মোড় ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হসপিটালের সম্মুখের রাস্তাটি মেরামত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সড়ক ভবনের সহকারী প্রকৌশলী জনাব রুবেল, আইএবি কিশোরগঞ্জ জেলা সহ সভাপতি জনাব রুকন উদ্দিন,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা দায়িত্বশীল মহসিন আহমাদ, আইএবি কিশোরগঞ্জ পৌর শাখার সভাপতি মাওলানা কে এম নাজিমুদ্দীন, সহ সভাপতি জনাব হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মুফতী জোবায়ের আহমাদ, সাংগঠনিক সম্পাদক মুফতী আহমাদুল্লাহ বিন ফরিদ, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শ ম সানজিদুল হক, দপ্তর সম্পাদক ফেরদৌস আহমাদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সিবগাতুল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ সদর শাখার সভাপতি মাসুম আহমাদ, শহর শাখার সভাপতি এনামুল হাসান, সাধারণ সম্পাদক ফয়সাল আহমাদ সহ প্রমূখ নেতৃবৃন্দ।