যোগীপোল ইউনিয়ন বিএনপির ৬ ও ৭ নং ওয়ার্ডে সদস্য ফরম সংগ্রহ ও নবায়ন কর্মসূচির শুভ উদ্বোধন
মোঃ মামুন মোল্লা খুলনা জেলা প্রতিনিধি
খুলনা মহানগর যোগীপোল ইউনিয়ন বিএনপির ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপির সদস্য ফরম সংগ্রহ ও নবায়ন কর্মসূচির শুভ উদ্বোধন ২৭ শে আগস্ট বুধবার বিকাল ৫ টায় জাব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
যোগীপোল ইউনিয়নের বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান জাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, প্রধান বক্তা ছিলেন খান জাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, বিশেষ অতিথি থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন মোঃ মামুন শেখ, মোড়ল আতাউর রহমান, ইমদাদ মোড়ল, কাজী শহিদুল ইসলাম, শফিকুল রহমান, শুকুর আলী, জালাল উদ্দিন, মিজান, কামরুল, শিল্পী বেগম, সেলিনা বেগম, ফাতেমা বেগম, স্বপ্ন আরা বেগম, মায়েদুজ্জামান জুম্মান, পলাশ, আব্দুল আজিজ, ইসমাইল হোসেন, মুক্তার শেখ, টিটু শেখ, শেখ মাহবুব প্রমুখ। প্রধান অতিথি কাজী মিজানুর রহমান বলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া দায়িত্ব আমাদের পালন করতে হবে। তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলাম বকুল ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে দেশ ও দশের কল্যাণে জাতীয় সংসদে যাওয়ার সুযোগ করে দিতে হবে।