কিশোরগঞ্জের অষ্টগ্রামে মাদকসহ ৬ কারবারি গ্রেফতার
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন
কিশোরগঞ্জের অষ্টগ্রামে অষ্টগ্রাম থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ৬ জন মাদক কারবারি গ্রেফতার।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৪ আগস্ট) রাত আনুমানিক ৭টার দিকে উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউনিয়নের কাদিরপুর নোয়াগাঁও সাখিনস্থ শিবলী মিয়ার বসতবাড়িতে অষ্টগ্রাম থানার আওতাধীন
আব্দুল্লাহপুর পুলিশ ক্যাম্পের এস আই হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস অভিযানিক দল অভিযান পরিচালনা করে ২৮ পিস ইয়াবা সহ ৬ জন মাদক কারবারি কে গ্রেপ্তার করে।
অভিযান পরিচালনা কালে মাদক কারবারীদের নিকট থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে বাড়ির মালিক শিবলী মিয়া এ ঘটনায় গ্রেফতার হয়নি।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলেন
জাকির হোসেন (৪০), পিতা মৃত ইদ্রিস মিয়া, সাং কদমচাল। মোবারক (৪০), পিতা মৃত সাইফুল ইসলাম, সাং খয়েরপুর। আবদুল মতিন (৬৩), পিতা কাচন মিয়া। আবিদ মিয়া (৪৬), পিতা আব্দুর রহমান, সাং টুপিয়াজুরি। রাজিব মিয়া (৪৩), পিতা নবি মিয়া, সাং নজরপুর, থানা বানিয়াচং
জামাল মিয়া (৪৮), পিতা মৃত হাসান আলী, সাং রসুলপুর, বোয়ালিয়া বাড়ি, আজমেরীগঞ্জ, হবিগঞ্জ।
এ ঘটনায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অষ্টগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার (২৫ আগস্ট) সকালে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন সংবাদ মাধ্যমকে জানান “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অষ্টগ্রাম থানায় মাদক নির্মূলের লক্ষে ভবিষ্যতে ও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।