কুমিল্লার দেবীদ্বারে মাদক ব্যবসায়ীর হামলায় যুগান্তরের নারী সাংবাদিক আহত
দেবীদ্বার প্রতিনিধি:
কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাজামেহার গ্রামে মাদক ব্যবসায়ী সুমন চন্দ্র দাসের হামলায় দৈনিক যুগান্তর পত্রিকার নারী সাংবাদিক আঁখি আক্তার গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৩ আগস্ট ২০২৫) ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দেবীদ্বার এলাকায় প্রকাশ্যেই মাদক ব্যবসা চালিয়ে আসছে সুমন চন্দ্র দাস। তিনি এলাকায় ‘মাদক ট্রেইনার’ হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, কিশোর-যুবকদের পাশাপাশি শিশুদেরও মাদক সেবনে প্রলুব্ধ ও প্রশিক্ষণ দেন তিনি। সাংবাদিক আঁখির বাড়িতে তাঁর বৃদ্ধা মায়ের সুযোগ নিয়ে মাদক ব্যবসা চালানোরও চেষ্টা করেন সুমন। কিন্তু সাংবাদিকের মা প্রতিবাদ করলে কয়েকদিন ধরেই তাঁদের হয়রানি ও হামলার শিকার হতে হয়।
ঘটনার দিন ঢাকায় ফেরার পথে সুমন ও তার সহযোগীরা আঁখি আক্তারের পথরোধ করে। এসময় তাঁর গলা চেপে ধরে হত্যার চেষ্টা করা হয় এবং সোনার চেইনসহ মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। হামলার সময় সুমন হুমকি দিয়ে বলেন, “তোর জবান বন্ধ করে দিলেই আর কোনো সমস্যা থাকবে না।”
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, দেবীদ্বারে ২৪ আগস্ট ২০২৪ থেকে ছোট ছোট সিন্ডিকেট গড়ে তুলে মাদক ব্যবসা চালাচ্ছে বিভিন্ন গোষ্ঠী। প্রশাসন চাইলেও অনেক ক্ষেত্রে সংঘবদ্ধ এই মাদকচক্রের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। সুমন চন্দ্র দাসের বিরুদ্ধে এর আগে একাধিক মাদক মামলা চলমান রয়েছে। তাঁর বিরুদ্ধে স্কুল পড়ুয়া ছাত্রীদের উত্ত্যক্ত ও ছাত্রদের মাদক সেবনে জড়িত করার অভিযোগও উঠেছে।
সাংবাদিক আঁখি আক্তার অভিযোগ করে বলেন, “আমার ও আমার পরিবারের নিরাপত্তা এখন হুমকির মুখে। অবিলম্বে সুমন চন্দ্র দাসকে গ্রেপ্তার না করলে মাদক ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠবে।”
এ ঘটনায় সাংবাদিক সমাজ নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। তারা জানান, অবিলম্বে সুমন চন্দ্র দাসকে আইনের আওতায় না আনলে সারাদেশে কঠোর আন্দোলনে নামবেন তারা।