অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী অধিকার পরিষদ খুলনা জেলা ও
মহানগর কমিটির পরিচিতি সভা ও কার্যালয়ের উদ্ভোধন
মোঃ মামুন মোল্লা খুলনা জেলা প্রতিনিধি
অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী অধিকার পরিষদ খুলনা জেলা ও মহানগর কমিটির পরিচিতি সভা শুক্রবার বিকাল ৩ টায় নগরীর পুস্পবিলাস হোটেলে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিখি হিসাবে উপস্থিত ছিলেন মেজর অবসরপ্রাপ্ত ডাঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে আলোকিত বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাধারন সম্পাদক সার্জেন্ট দেলোয়ার হোসেন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক সার্জেন্ট অবসরপ্রাপ্ত মনিরুজ্জামান লেলিন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নেতা সিনিয়ার জয়েন্ট সেক্রেটারী সার্জেন্ট মোঃ কিবরিয়া, সার্জেন্ট মোঃ আবু বাকী, সার্জেন্ট কাজী রিয়াজুল ইসলাম, বাদশা মীর, অনাররি ক্যাপ্টেন মাহবুব উল আলম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত আঃ সালাম , সংগঠনের খুলনা জেলা সভাপতি মোঃ তরিকুল ইসলাম এর সভাপতিত্বে বক্তৃতা করেন সিনিয়র অফিসার নওশের আলী, মিজানুর রহমান প্রমুখ। সভার শুরুতেই শিববাড়ী মোড়ে ১৭০/ এ খান কোট বিল্ডিং এ সংগঠনের জেলা ও মহানগর কার্যালয়ের অফিসের উদ্ভোধন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের অধিকার রক্ষা, ন্যায্য দাবি আদায় ও কল্যাণমূলক কার্যক্রমকে আরও বেগবান করতে রার্ক অবিচলভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।