আইএবি কিশোরগঞ্জ পৌর সম্মেলন অনুষ্ঠিত
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন
ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) কিশোরগঞ্জ পৌর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জ সদর আসন-১ নির্বাচন পরিচালনা অফিসে এ সম্মেলন হয়।
সম্মেলনে জেলা সিনিয়র সহ-সভাপতি মুহাম্মাদ রুকন উদ্দিন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলার প্রধান উপদেষ্টা ও হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর হাফেজ মাওলানা আজিজুর রহমান জার্মানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মাওলানা এবিএম ইমদাদুল্লাহ, দপ্তর সম্পাদক মাওলানা নজরুল ইসলাম এবং ত্রাণ ও কল্যাণ সম্পাদক জনাব সাদেকুল ইসলাম সাদেক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দেশের মানুষ গত ৫৩ বছরে অনেক দলমতকে ক্ষমতায় বসিয়েছে, কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। তাই আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই—একবার অন্তত ইসলামকে ক্ষমতায় আনুন। আমরা ইনশাআল্লাহ নামাজের কাতারের মতো সুন্দর একটি সমাজ উপহার দেবো।”
সমাপনী বক্তব্যে রুকন উদ্দিন পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটি
সভাপতি: মাওলানা কে. এম. নাজিমুদ্দীন
সহ-সভাপতি: জনাব হাবিবুর রহমান ও জনাব দেলোয়ার হোসেন
সেক্রেটারি: মুফতী জোবায়ের আহমাদ
জয়েন্ট সেক্রেটারি: সৈয়দ জাফর ইমাম সুজন
সাংগঠনিক সম্পাদক: মুফতী আহমাদুল্লাহ বিন ফরিদ
প্রচার ও দাওয়াহ সম্পাদক: শ ম সানজিদুল হক
শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক: মুহাম্মাদ আশিক খাঁন
ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক: আখতারুজ্জামান শুভ
শেষে মাওলানা এবিএম ইমদাদুল্লাহ দোয়া পরিচালনা করেন। দোয়ার মাধ্যমে সম্মেলন শেষ হয়।