ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র ও পৌর শহর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদার গ্রেফতার
শংকর দাস পবন ( বার্তা সম্পাদক) ঝালকাঠি
ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র ও পৌর শহর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদারকে গ্রেফতার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা ( ডিবি)
শনিবার (২ আগস্ট) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর নিকেতন সোসাইটি ( গুলশান – ১) এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশের সাইবার অ্যন্ড স্পেশাল ক্রাইম বিভাগ সূত্র জানিয়েছে, লিয়াকত আলী তালুকদারকে বি এন পির পল্টন অফিসে হামলার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। একই সঙ্গে ঝালকাঠি সদর থানায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের মামলার ও আসামি তিনি।
একই রাতে ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মো. জাকির হোসেন ফরাজীকে ও রাজধানীর মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করে ডিবি। তার বিরুদ্ধে ও একই মামলা রয়েছে।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, ৩ আগস্ট রাত ৯ টা পর্যন্ত আমরা লিয়াকত আলী তালুকদারকে গ্রেফতারের বিষয় কোনো কাগজ পত্র পাইনি। তবে বিস্ফোরক আইনের মামলায় তিনি আমাদের থানার আসামি।