১২ আগস্টের গণসমাবেশ ঘিরে কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের তৎপরতা
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন
আগামী ১২ আগস্ট কিশোরগঞ্জ জেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিতব্য গণসমাবেশকে সফল করার লক্ষ্যে ব্যাপক গণসংযোগ ও দাওয়াত কর্মসূচি পরিচালনা করেছেন দলটির প্রধান উপদেষ্টা ও কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর হাফেজ মাওলানা আজিজুর রহমান জার্মানি।
আজ শুক্রবার (১ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করে আসন্ন গণসমাবেশে যোগ দেওয়ার জন্য দাওয়াত প্রদান করেন।
গণসংযোগকালে প্রফেসর হাফেজ মাওলানা আজিজুর রহমান জার্মানি কিশোরগঞ্জ টিচার্স ট্রেনিং কলেজ পরিদর্শন করেন। সেখানে তিনি কলেজের অধ্যক্ষ ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সালাম বিনিময় করেন।
পরে তিনি করমুলী বায়তুল আবীদ জামে মসজিদে জুমার নামাজের খুতবা প্রদান ও ইমামতি করেন। খুতবায় তিনি ইসলামী জীবনব্যবস্থা, নৈতিকতা এবং দেশ ও জাতির উন্নয়নে ন্যায়ভিত্তিক নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন।
গণসংযোগ কর্মসূচির সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা প্রফেসর হাফেজ মাওলানা আজিজুর রহমান জার্মানির সঙ্গে ছিলেন। তারা এলাকাবাসীকে ১২ আগস্টের গণসমাবেশে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন।