ঝালকাঠির ভিমরুলী ভাসামান পেয়ারা বাগান ভ্রমনে বড় ইঞ্জিন চালিত নৌযান, উচ্চ শব্দে ডিজে গান নিষিদ্ধ করেছেন প্রশাসন
শংকর দাস পবন ( বার্তা সম্পাদক) ঝালকাঠি
ঝালকাঠির কীর্তিপাশা ইউনিয়নের বিখ্যাত ভিমরুলী ভাসামান পেয়ারা বাজার ও পেয়ারা বাগানের পরিবেশ রক্ষায় জারি করা হলো বিশেষ নিষেধাজ্ঞা।
সোমবার (২৮ জুলাই) ঝালকাঠি সদর উপজেলা প্রশাসনের এক নির্দেশনায় জানানো হয়েছে,পেয়ারা বাগান এলাকায় উচ্চ শব্দের ডিজে লাউজ স্পিকার বা হাই ভলিউম সাউন্ড সিস্টেম ব্যবহার সম্পূর্ণ নিষেধ। এতে বণ্য প্রাণী ও স্থানীয়দের জীবনযাত্রা ব্যাহত হয় বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে বড় আকারের ইঞ্জিন চালিত নৌযান চলাচল বন্ধের ও নির্দেশনা এসেছে। বড় আকারের নৌযান বা ট্রালারের শব্দে ও ঢেউয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছিল পেয়ারা বাগানের পরিবেশ।
পর্যটকদের পরিবেশ বান্ধব আচারণ নিশ্চিত করতে বলা হয়েছে।বিশেষ করে ইঞ্জিন বিহীন ছোটো নৌযান ব্যবহার, খাবারের প্যাকেট, পলিথিন, প্লাস্টিকের বোতল সহ কোনো বর্জ্য পানিতে বা বাগানে না ফেলার আহ্বান জানানো হয়েছে।
ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ এন ও) ফারহানা ইয়াসমিন বলেন,এ বাগান শুধু ঝালকাঠির নয়, দেশেরও সম্পদ,এ সম্পদকে রক্ষায় সবাই কে দায়িত্বশীল হতে হবে।
এর আগে ঠিক এমনি উদ্যোগ নিয়ে ছিলেন পিরোজপুর নেছারাবাদ প্রশাসন।পর্যটনের সম্ভাবনাময় অঞ্চল গুলো রক্ষা করতে স্থানীয় প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সচেতন নাগরিক।