জামায়াতের মহাসমাবেশ সফল করার আহ্বান: কিশোরগঞ্জে মিছিল ও লিফলেট বিতরণ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আসন্ন জাতীয় মহাসমাবেশ সফল করার আহ্বানে কিশোরগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বাদ আসর শহরের শহীদি মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বড়বাজারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলীর নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আজহারুল ইসলাম, কর্মপরিষদ সদস্য অধ্যাপক আজিজুল হক, এমএইচ লোকমান, অ্যাডভোকেট মোসলেহ উদ্দিন সুমন, খালেদ হাসান জুম্মন, অধ্যাপক মো. আজিজুর রহমান, অধ্যাপক জয়ন উদ্দিন, শহর আমির মাও. আ. ম. ম. আব্দুল হক, সদর আমির মাও. নজরুল ইসলাম, শহর নায়েবে আমির অধ্যাপক বদরুজ্জামান রুবেল, সদর নায়েবে আমির মো. নুরুদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জামায়াতে ইসলামীর ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়ন সময়ের দাবি। জেলা আমীর তাঁর বক্তব্যে কিশোরগঞ্জবাসীকে আগামী ১৯ জুলাই ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশে অংশ নিয়ে কর্মসূচিকে সফল করার উদাত্ত আহ্বান জানান।