বাগেরহাটে জুলাই স্বাধীনতা স্মরণে চক্ষু শিবির।
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ মোহাম্মাদ গোলাম মাওলাঃ
বাগেরহাটের রামপালে জুলাই-২৪ দ্বিতীয় স্বাধীনতা স্মরণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) হিলফুল ফুজুল ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে উপজেলার সোনাতুনিয়া আজিজিয়া কামিল মাদরাসার মাঠে এই চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়।
হিলফুল ফুজুলের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক মুনিরুজ্জামানের সভাপতিত্বে দিনব্যাপী চক্ষু শিবিরের উদ্বোধন করেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য, বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সোনাতুনিয়া আজিজিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এস, এম আ. আজিজ। সভায় বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট সমাজ সেবক, বাগেরহাট জেলা জামায়াতের শূরা ও কর্ম পরিষদ সদস্য শেখ মানজুরুল হক রাহাদ, অধ্যক্ষ এ, বি, এম আব্দুস সোবহান উপস্থিত ছিলেন। বক্তারা বলেন একজন মানুষের অমূল্য সম্পদ হলো চক্ষু। চক্ষু বিহিন মানুষ তার পৃথিবীতে বেচে থাকা আর না থাকা সমান কথা। যারা এই আয়োজন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই।
এ সময় আগত ৬ শতাধিক রোগীকে বিনামূল্য প্রাথমিক চিকিৎসা, ২ শতাধিক রোগীকে চশমা প্রদান ও ৬০ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়।