ঝালকাঠি জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর এর শ্রদ্ধাভাজন পিতার মৃত্যুতে ঝালকাঠি স্বাস্থ্য বিভাগের শোক
শংকর দাস পবন ( বার্তা সম্পাদক) ঝালকাঠি
অতন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে,ঝালকাঠি জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীরের পিতা আলহাজ্ব ডা. মোঃ মোবারক আলী শুক্রবার (৪ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।মরহুম ডা. মোবারক আলী একজন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ছিলেন। পেশাগত জীবনে তিনি একজন সৎ,নিষ্ঠাবান ও মানবিক চিকিৎসক হিসেবে এলাকাবাসীর মধ্যে ব্যাপক শ্রদ্ধা অর্জন করেছিলেন।
তাঁর মৃত্যুতে ঝালকাঠি স্বাস্থ্য বিভাগ সহ জেলার সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
ঝালকাঠি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।