ওরে সোনা মেঘ
তাছলিমা আক্তার মুক্তা
কোথা থেকে এলে তুমি
ওরে সোনা মেঘ ,
মোদের এই রাস্তায়
দিয়ে গেলে প্যাক ,
ঝুম ঝুম বৃষ্টিতে
ভিজে বর্ষার ধারা
কাঁদা মাটি হলো প্যক
আমাদের পাড়া ।
টুপটুপ জল পড়ে
গাছের ঐ পাতাতে,
সেই জল এসে পড়ে
খোকা খুকির মাথাতে।
খোকা আর খুকিরা
আনন্দে যায় ছুটে ,
কে ডাকে সুদূর ঐ
খেয়া নদীর ঘাটে।