1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ডিলারের বিরুদ্ধে সার চুরি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ রাজশাহী ৩ আসনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করছেন ইকবাল হোসেন কুড়াখাল ও মগপুস্কুরিনীকে মডেল গ্রাম গড়ার উদ্যোগ খানজাহান আলী থানার ১টি ওয়ার্ড ও ২টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত দুর্গাপূজা উপলক্ষে সরাইলে প্রস্তুতি সভা ৫২টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে ১৫ বছর পর সম্মেলনে ফখরুলের হুঁশিয়ারি: যে নেতার নামে স্লোগান হবে, সেই মাইনাস হবেন ফুলপুরে ইউনিয়ন কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত দুইটি শব্দ(কবিতা) পবা উপজেলার দর্শন পাড়া ইউনিয়ন রাষ্ট্র সংস্কারে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত এ রায়হানুল আলম রায়হান এর উঠান বৈঠক “ভাইরাল ছবিতে বিতর্কে স্কুল কমিটি সদস্য”

বাবুই পাখির কান্না শুনল না কেউ তালগাছ কেটে শতাধিক ছানার জীবন ধ্বংস

শংকর দাস পবন (বার্তা সম্পাদক ) ঝালকাঠি
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

বাবুই পাখির কান্না শুনল না কেউ তালগাছ কেটে শতাধিক ছানার জীবন ধ্বংস

শংকর দাস পবন (বার্তা সম্পাদক ) ঝালকাঠি

ঝালকাঠি সদর উপজেলার পূর্ব গুয়াটন গ্রামে একটি তালগাছ কেটে ফেলে শতাধিক বাবুই পাখির ছানা, ডিম, ও বাসা ধ্বংস করে দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় এ নির্মম ও হৃদয় বিদারক ঘটনা ঘটে। এলাকাবাসী একে জীব বৈচিত্র্য ও পরিবেশের বিরুদ্ধে ভয়াবহ অপরাধ হিসাবে উল্লেখ করেছেন এবং অভিযুক্তদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পূর্ব গুয়াটনের যে তালগাছটি কাটা হয়েছে সেটি বহু বছর ধরে এলাকায় বাবুই পাখিদের প্রধান আশ্রয়স্থল হিসেবে পরিচিত ছিল। গাছটি কেটে ফেলার ফলে শতাধিক বাবুই পাখির ছানা অসংখ্য ডিম ও বাসা মুহূর্তেই ধ্বংস হয়ে যায়।এই ঘটনার পর গাছের নীচে পড়ে থাকা আহত ও মৃত পাখির ছানা ও ভাঙ্গা বাসা দেখে চোখে পানি এসেছে অনেকের। এই নির্মমতার দৃশ্য দেখে সবাই নির্বাক।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের বাসিন্দা মোবারক আলী ফকির তার বাড়ির পাশের তালগাছটি ফারুক ব্যাপারীর কাছে বিক্রি করেন। এর পর ফারুক ব্যাপারী কয়েকজন শ্রমিক নিয়ে গাছটি কুঠার দিয়ে কেটে ফেলে। গাছটি কাটার সময়ে কয়েক জন সচেতন যুবক গাছটি না কাটার অনুরোধ করেন।এমন কি গাছের বাজার মূল্য পরিশোধ করে গাছটি সংরক্ষণ করেতে চাইলেও তারা কোনো কথার কর্ণপাত করেনি।

শেখেরহাট ইউনিয়নের গুয়াটন ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো: মাসুদুর রহমান জানান,আমি গাছ কাটার পর ঘটনাটি জানতে পারি। পরে ঘটনা স্থলে গিয়ে দেখি বহু পাখির বাসা নষ্ট হয়েছে।বিষয় টি ইউএনও মহোদয় কে জানানো হয়েছে এবং তাঁর নির্দেশে গাছটি জব্দ করা হয়েছে।

ঝালকাঠি সদর উপজেলার ইউএনও ফারহানা ইয়াসমিন বলেন, উপজেলা প্রশাসন এবং বন বিভাগের কর্মকর্তারা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গাছ কাটার ঘটনায় দোষীদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট