1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান কিশোরগঞ্জ-৫ আসনে এহসান কুফিয়ার নেতৃত্বে হাজারো মোটরসাইকেল শোভাযাত্রা টেকসই উন্নয়ন অভীষ্ঠ (এসডিজি)বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত সরাইলে মাসব্যপি টাইফয়েড টিকাদান কর্মসূচীর উদ্বোধন বাহরাইন থেকে ৬৫ লাখ টাকা নিয়ে পালিয়েছেন ফারুক বিপদে ৯০ বাংলাদেশি

হাজী মোমতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজে এইচএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

হাজী মোমতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজে এইচএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন

কিশোরগঞ্জ জেলার সদর উপজেলা মাইজখাপন ইউনিয়নের নীলগঞ্জ স্টেশন সংলগ্ন হাজী মোমতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রফেসর কাজী করিম উল্লাহ। সভাপতিত্ব করেন বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতি মোহাম্মদ মাহফুজুল ইসলাম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদা সুলতানা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক দিলরুবা সাত্তার। আলোচনায় অংশ নেন সিনিয়র শিক্ষক মো. ইকবাল হোসেন, উম্মে কুলসুম, প্রভাষক এখলাছ উদ্দিন, আবুল ফারাহ, মোহাম্মদ মোজাম্মেল হক মিসবাহ, ও মো. আ. রাজ্জাক ভুইয়া। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন রিতু মনি, রনবীর চক্রবর্তী, আনিকা, নুসরাত জাহান শিবলী, ও বিথী আক্তার।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা। শেষে বিদায়ী শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রভাষক এখলাছ উদ্দিন।

প্রধান অতিথি প্রফেসর কাজী করিম উল্লাহ বলেন, “শিক্ষার জন্য শান্তিপূর্ণ পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রতিষ্ঠানে সে পরিবেশ বিদ্যমান দেখে আমি আনন্দিত। আশা করি বিদায়ী শিক্ষার্থীরাও ভবিষ্যতে দেশের বিভিন্ন ক্ষেত্রে সুনাম বয়ে আনবে।”

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, “প্রতিষ্ঠানটির সাফল্য বৃদ্ধিতে নিরলস চেষ্টা করছি। বর্তমানে এখানে মোট ৭৬৭ জন শিক্ষার্থী অধ্যয়নরত। সেকশন সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদা সুলতানা জানান, “মনোরম পরিবেশে অবস্থিত ২ একর ৩৭ শতক জায়গার ওপর প্রতিষ্ঠিত এ বিদ্যাপীঠ সুদীর্ঘকাল ধরে সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। আমাদের বিদায়ী শিক্ষার্থীরা নিশ্চয়ই কৃতিত্বের স্বাক্ষর রাখবে।”

প্রসঙ্গত, হাজী মোমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়টি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৫ সালের ২৩ জুলাই এটি কলেজে উন্নীত হয়। বর্তমানে এখানে ১৯ জন শিক্ষক, ১ জন অফিস সহকারী ও ৫ জন কর্মচারী কর্মরত আছেন। এডহক কমিটির তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট