1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ডিলারের বিরুদ্ধে সার চুরি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ রাজশাহী ৩ আসনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করছেন ইকবাল হোসেন কুড়াখাল ও মগপুস্কুরিনীকে মডেল গ্রাম গড়ার উদ্যোগ খানজাহান আলী থানার ১টি ওয়ার্ড ও ২টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত দুর্গাপূজা উপলক্ষে সরাইলে প্রস্তুতি সভা ৫২টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে ১৫ বছর পর সম্মেলনে ফখরুলের হুঁশিয়ারি: যে নেতার নামে স্লোগান হবে, সেই মাইনাস হবেন ফুলপুরে ইউনিয়ন কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত দুইটি শব্দ(কবিতা) পবা উপজেলার দর্শন পাড়া ইউনিয়ন রাষ্ট্র সংস্কারে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত এ রায়হানুল আলম রায়হান এর উঠান বৈঠক “ভাইরাল ছবিতে বিতর্কে স্কুল কমিটি সদস্য”

পাকুন্দিয়ায় প্রবাসীকে হত্যার অভিযুক্তকারি হেলালকে, গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিলো এলাকাবাসী

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

পাকুন্দিয়ায় প্রবাসীকে হত্যার অভিযুক্তকারি হেলালকে, গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিলো এলাকাবাসী

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রবাসী হাবিবুল্লাহ হত্যা মামলার আসামি হেলাল উদ্দিনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
শনিবার (২১ জুন) সকালে উপজেলার গাংধোয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হেলাল উদ্দিন স্থানীয় এক গ্রাম পুলিশের বাড়িতে গিয়ে হত্যাকাণ্ড বিষয়ে কথাবার্তা বলছিলেন। এ সময় এলাকাবাসী তাকে চিহ্নিত করে আটক করে এবং বেধড়ক মারধর করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে একটি গোয়ালঘরে আশ্রয় নেন হেলাল। সেখানে পুলিশ এসে তাকে উদ্ধারের চেষ্টা করে, তবে উত্তেজিত জনতার আক্রমণ সেখানেও অব্যাহত থাকে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, “জনতার হাত থেকে হেলাল মিয়াকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে।”

উল্লেখ্য, দুই মাস আগে হাবিবুল্লাহর বড় ভাই আমানুল্লাহর স্কুলপড়ুয়া ছেলে সাত্তারের সঙ্গে হেলাল উদ্দিনের ছেলে জুবায়েরের কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুই পরিবারে দ্বন্দ্ব সৃষ্টি হয়। একাধিকবার গ্রাম্য সালিশ হলেও সমাধান হয়নি।

স্থানীয়দের অভিযোগ, প্রবাসফেরত হাবিবুল্লাহ দেশে ফেরার পর থেকেই হেলালের পরিবার তাকে হুমকি দিয়ে আসছিল। গত শুক্রবার জুমার নামাজে যাওয়ার পথে ঈদগাহ মাঠের কাছে হেলালের ভাগ্নে মুখলেস তার গতিরোধ করে। এরপর ওঁত পেতে থাকা হেলালসহ আরও কয়েকজন মিলে তাকে লাঠি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা হাবিবুল্লাহকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট