1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ডিলারের বিরুদ্ধে সার চুরি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ রাজশাহী ৩ আসনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করছেন ইকবাল হোসেন কুড়াখাল ও মগপুস্কুরিনীকে মডেল গ্রাম গড়ার উদ্যোগ খানজাহান আলী থানার ১টি ওয়ার্ড ও ২টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত দুর্গাপূজা উপলক্ষে সরাইলে প্রস্তুতি সভা ৫২টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে ১৫ বছর পর সম্মেলনে ফখরুলের হুঁশিয়ারি: যে নেতার নামে স্লোগান হবে, সেই মাইনাস হবেন ফুলপুরে ইউনিয়ন কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত দুইটি শব্দ(কবিতা) পবা উপজেলার দর্শন পাড়া ইউনিয়ন রাষ্ট্র সংস্কারে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত এ রায়হানুল আলম রায়হান এর উঠান বৈঠক “ভাইরাল ছবিতে বিতর্কে স্কুল কমিটি সদস্য”

ইসরায়েল সহ তার মিত্র দোসরা দেখবে এবার ইরানের তিব্র “রক্তচক্ষু”- ইসলাম সহ ইরানের শূত্রদের ক্ষমা নেইঃ আয়াতুল্লাহ আলী খামেনি!

প্রধান বার্তা সম্পাদক- জাহারুল ইসলাম জীবন।
  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

ইসরায়েল সহ তার মিত্র দোসরা দেখবে এবার ইরানের তিব্র “রক্তচক্ষু”- ইসলাম সহ ইরানের শূত্রদের ক্ষমা নেইঃ আয়াতুল্লাহ আলী খামেনি!

প্রধান বার্তা সম্পাদক- জাহারুল ইসলাম জীবন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ইসরায়েলকে তাদের ‘নির্বোধ আগ্রাসন’ এবং ‘বিদ্বেষপূর্ণ কাজের’ জন্য চড়া মূল্য দিতে হবে, এবং তাদের কোনো ক্ষমা নেই। খামেনি এই অঞ্চলের ঘটনায় যুক্তরাষ্ট্রের ভূমিকারও তীব্র সমালোচনা করেছেন।
ইরানী জাতীর উদ্দেশ্যে আজকের দেওয়া এই ভাষণে আয়াতুল্লাহ আলী খামেনি কয়েকটি বিষয় উল্লেখ করেন, তাহা মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় গুলো হলোঃ-
** ইরানী জাতির সাহসিকতা ও নৈতিক শক্তিঃ
ভাষণে আয়াতুল্লাহ খামেনি ইরানি জনগণের সাহস, ধৈর্য এবং ঈমানদার মানসিকতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “ইরানি জাতি প্রমাণ করেছে যে তারা পরিণত, সাহসী ও সময়নিষ্ঠ।” সাম্প্রতিক গাদির উৎসবে ইরানিদের ব্যাপক অংশগ্রহণ এবং জুমার নামাজ শেষে তাদের মিছিলকে তিনি জাতির উচ্চ চেতনা ও নৈতিক শক্তির প্রমাণ হিসেবে উল্লেখ করেন। এ প্রসঙ্গে তিনি একজন নারী টিভি উপস্থাপিকার ‘তাকবির’ প্রদানের ঘটনাকে “শত্রুর মুখে জাতির শক্তির প্রতীক” বলে আখ্যা দেন।
** ইসরায়েলি আগ্রাসন ও যুক্তরাষ্ট্রের ভূমিকাঃ খামেনি সাম্প্রতিক একটি হামলার কথা উল্লেখ করে বলেন, “এই হামলা ছিল ইসরায়েলি শত্রুর এক নির্বোধ আগ্রাসন ও বিদ্বেষপূর্ণ কাজ।” তিনি বিস্ময় প্রকাশ করেন যে এই ঘটনা এমন সময়ে ঘটেছে যখন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতামূলক আলোচনায় ছিল এবং ইরানের পক্ষ থেকে কোনো সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেওয়া হয়নি।
যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা করে খামেনি বলেন, “এই অঞ্চলে আমেরিকার হস্তক্ষেপ ও ইসরায়েলকে সমর্থন দেওয়া তাদের জন্যই ক্ষতির কারণ হবে। সামরিক হস্তক্ষেপ করলে তা হবে তাদের জন্য অপূরণীয় ক্ষতি।” তিনি সতর্ক করে দেন যে যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপ তাদের জন্য ‘অপূরণীয় ক্ষতি’ বয়ে আনবে।
** ইরান কখনও কাহারো কাছে আত্মসমর্পণ করবে নাঃ
আয়াতুল্লাহ খামেনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেন যে ইরান কোনো চাপের কাছে মাথা নত করবে না। তিনি বলেন, “শান্তি চাপিয়ে দিলেও, যুদ্ধ চাপিয়ে দিলেও—ইরান তার অবস্থানে অটল।” খামেনির মতে, যারা ইরানের ইতিহাস সম্পর্কে অবগত, তারা কখনই এই জাতিকে আত্মসমর্পণের কথা বলবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হুমকির প্রতিক্রিয়ায় তিনি বলেন, “যারা ভয় দেখায়, তাদের ভয় পেলে চলবে না। ইরানি জাতি ভয় পায় না। আমরা কারও আগ্রাসন করিনি, কিন্তু কারও আগ্রাসন মেনে নেওয়ারও লোক নই।”
** আজকের ভাষণে খামেনির শেষ বার্তাঃ
আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও ভরসা এবং ইরানের বিজয় সুনিশ্চিত উল্লেখ করে আজকের ভাষণের শেষ অংশে খামেনি সকলে প্রতি আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “আমাদের শক্তি ও আস্থা আল্লাহর উপর।” তিনি স্বাস্থ্যকর্মী, সেবাপ্রদানকারী এবং সৈন্যদের প্রতি তাদের দায়িত্ব দৃঢ়তার সঙ্গে পালন করার আহ্বান জানান। খামেনি বলেন, “আল্লাহর ওপর পূর্ণাঙ্গ ঈমানী ভরসা রাখুন, ইনশাল্লাহ্ বিজয় সেখান থেকেই আসবে।” তিনি দৃঢ় আস্থা ও বিশ্বাসের সহিত ব্যক্ত করেন যে, ” ইরানি জাতি সত্য ও ন্যায়ের পক্ষে বিজয়ী হবে, ইনশাআল্লাহ। ইসরায়েল তার অপরাধের শাস্তি এখন পাচ্ছে এবং ভবিষ্যতেও পাবে চরমভাবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট