1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ডিলারের বিরুদ্ধে সার চুরি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ রাজশাহী ৩ আসনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করছেন ইকবাল হোসেন কুড়াখাল ও মগপুস্কুরিনীকে মডেল গ্রাম গড়ার উদ্যোগ খানজাহান আলী থানার ১টি ওয়ার্ড ও ২টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত দুর্গাপূজা উপলক্ষে সরাইলে প্রস্তুতি সভা ৫২টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে ১৫ বছর পর সম্মেলনে ফখরুলের হুঁশিয়ারি: যে নেতার নামে স্লোগান হবে, সেই মাইনাস হবেন ফুলপুরে ইউনিয়ন কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত দুইটি শব্দ(কবিতা) পবা উপজেলার দর্শন পাড়া ইউনিয়ন রাষ্ট্র সংস্কারে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত এ রায়হানুল আলম রায়হান এর উঠান বৈঠক “ভাইরাল ছবিতে বিতর্কে স্কুল কমিটি সদস্য”

কিশোরগঞ্জে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে পাকুন্দিয়ার কিশোর মাহিরের মৃত্যু

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে পাকুন্দিয়ার কিশোর মাহিরের মৃত্যু

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন

কিশোরগঞ্জ শহরে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ মাহির (১৫) নামে এক মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেলে শহরের রেলস্টেশন সংলগ্ন পুকুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

মাহির কোরআনে হাফেজ ছিলেন। তার বাবার নাম মোফাজ্জল হোসেন কচি, যিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত। মাহিরদের আদি বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা-মুনিয়ারকান্দা গ্রামে। পিতার চাকরিসংক্রান্ত কারণে মাহির ও তার বড় ভাই শহরের একটি স্কুলে পড়াশোনার সুবাদে পরিবারের সঙ্গে কিশোরগঞ্জ শহরের পুরান থানা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে মাহির একাই রেলওয়ে পুকুরে গোসল করতে যান। অনেকক্ষণ পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানো হলে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল বিকেলে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। টানা দুই ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে পাঁচটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ খালিদ বলেন, “৯৯৯ থেকে খবর পেয়ে আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে যায় এবং অনুসন্ধান চালিয়ে রেলস্টেশন পুকুর থেকে কিশোরটির মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, সাঁতার না জানার কারণে পানিতে নেমে সে ডুবে যায়।”

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও এলাকাবাসী মাহিরের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট