ঝালকাঠি মোটরযান শ্রমিক ইউনিয়ন নির্বাচন ২০২৫ইং
সভাপতি টিপু সুলতান, সম্পাদক আব্দুল রাজ্জাক রনি
শংকর দাস পবন ( বার্তা সম্পাদক ) ঝালকাঠি।
ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে আন্ত: জেলা বাস,মিনিবাস,কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫ইং।সম্পুর্ন গণতান্ত্রিক পদ্ধতিতে সব দলের শ্রমিকদের অংশ গ্রহণে জাঁকজমক পূর্ণ ভাবে নির্বাচন সম্পূর্ণ করেছে নির্বাচন কমিশন।
শনিবার (২৪ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় বিরতিহীন ভোট গ্রহণ করা হয়েছে। ১১টি পদের বিপরীতে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ৭১৭ জন ভোটারের মধ্যে ৬৬৪ জন ভোটার নিজ নিজ প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করেছেন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. টিপু সুলতান এবং সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল
রাজ্জাক রনি। ভোট গণনা শেষে রাতে আনুষ্ঠানিক ভাবে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা প্রধান এডভোকেট নাসিমুল হাসান।
নির্বাচন পরিচালনা প্রধান এডভোকেট নাসিমুল হাসান,সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট মিজানুর রহমান মুবিন এবং মো: বাচ্চু হাওলাদার জানিয়েছেন, সকলের সহযোগিতায় একটি স্বচ্ছ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পূর্ণ করতে পারায় সকলকে ধন্যবাদ জানান।