ঝালকাঠি রাজাপুরে সামাজিক সচেতনতামূলক যুবদের ভূমিকা শীর্ষক অনুষ্ঠান
শংকর দাস পবন (বার্তা সম্পাদক ) ঝালকাঠি জেলা
ঝালকাঠির রাজাপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যলয়ের আয়োজনে শান্তি, শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত।
সোমবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক মো: দেলোয়ার হোসেন, ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ- পরিচালক মো:আলাউদ্দিন এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজাপুর থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেন, রাজাপুর উপজেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন, রাজাপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব চন্দ্র মজুমদার।