1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ডিলারের বিরুদ্ধে সার চুরি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ রাজশাহী ৩ আসনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করছেন ইকবাল হোসেন কুড়াখাল ও মগপুস্কুরিনীকে মডেল গ্রাম গড়ার উদ্যোগ খানজাহান আলী থানার ১টি ওয়ার্ড ও ২টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত দুর্গাপূজা উপলক্ষে সরাইলে প্রস্তুতি সভা ৫২টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে ১৫ বছর পর সম্মেলনে ফখরুলের হুঁশিয়ারি: যে নেতার নামে স্লোগান হবে, সেই মাইনাস হবেন ফুলপুরে ইউনিয়ন কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত দুইটি শব্দ(কবিতা) পবা উপজেলার দর্শন পাড়া ইউনিয়ন রাষ্ট্র সংস্কারে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত এ রায়হানুল আলম রায়হান এর উঠান বৈঠক “ভাইরাল ছবিতে বিতর্কে স্কুল কমিটি সদস্য”

রাজশাহী গোদাগাড়ী উপজেলায় ব্যাবহারিক প্রশ্ন পরীক্ষার অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

রাজশাহী গোদাগাড়ী উপজেলায় ব্যাবহারিক প্রশ্ন পরীক্ষার অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শাহ সুলতান (রহ.) কামিল মাদরাসায় মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এসএসসি (দাখিল) পরীক্ষার ব্যবহারিক অংশে খাতা দেখে লেখার সুযোগের বিনিময়ে শিক্ষার্থীদের কাছ থেকে ১০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে মাদরাসার অফিস সহায়ক মোঃ সাব্বির আলমের বিরুদ্ধে।

ঘটনার সূত্রপাত গত শনিবার অনুষ্ঠিতব্য কৃষিশিক্ষা বিষয়ের ব্যবহারিক পরীক্ষাকে কেন্দ্র করে। এদিন প্রায় ৩৫৪ জন শিক্ষার্থী ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। ঘটনাটি জানাজানি হলে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের মাঝে চরম অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে সাব্বিরসহ এর পেছনে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, পূর্ববর্তী পরীক্ষার দিন সাব্বির আলম পরীক্ষার প্রতিটি কক্ষে গিয়ে ব্যবহারিক পরীক্ষার দিন ১০০ টাকা করে নিয়ে আনার ঘোষণা দেন। এরপর পরীক্ষার দিন তিনি কয়েকজন শিক্ষার্থীর মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে টাকা উত্তোলন করেন। সাব্বির আলম তাদের মধ্যে কয়েকজন সহপাঠীর মাধ্যমে টাকা সংগ্রহ করেন এবং টাকা না দিলে পরীক্ষায় অসুবিধার সম্মুখীন হতে হবে বলেও হুমকি দেন।

ঘটনার বিষয়ে অভিযুক্ত সাব্বিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে মাদরাসার অধ্যক্ষ মোঃ হায়াত আলী বলেন, ‘আমি বর্তমানে ছুটিতে আছি। এ ঘটনার বিষয়ে আমি অবগত নই। আমি শুরু থেকেই টাকা তুলতে নিষেধ করেছি। তবে এ ধরনের অনৈতিক ঘটনা যদি ঘটে থাকে, আমি অবশ্যই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, এমন কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের আচরণ কখনোই কাম্য নয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট