1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান কিশোরগঞ্জ-৫ আসনে এহসান কুফিয়ার নেতৃত্বে হাজারো মোটরসাইকেল শোভাযাত্রা টেকসই উন্নয়ন অভীষ্ঠ (এসডিজি)বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত সরাইলে মাসব্যপি টাইফয়েড টিকাদান কর্মসূচীর উদ্বোধন বাহরাইন থেকে ৬৫ লাখ টাকা নিয়ে পালিয়েছেন ফারুক বিপদে ৯০ বাংলাদেশি

রাজশাহী গোদাগাড়ী উপজেলায় ব্যাবহারিক প্রশ্ন পরীক্ষার অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

রাজশাহী গোদাগাড়ী উপজেলায় ব্যাবহারিক প্রশ্ন পরীক্ষার অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শাহ সুলতান (রহ.) কামিল মাদরাসায় মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এসএসসি (দাখিল) পরীক্ষার ব্যবহারিক অংশে খাতা দেখে লেখার সুযোগের বিনিময়ে শিক্ষার্থীদের কাছ থেকে ১০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে মাদরাসার অফিস সহায়ক মোঃ সাব্বির আলমের বিরুদ্ধে।

ঘটনার সূত্রপাত গত শনিবার অনুষ্ঠিতব্য কৃষিশিক্ষা বিষয়ের ব্যবহারিক পরীক্ষাকে কেন্দ্র করে। এদিন প্রায় ৩৫৪ জন শিক্ষার্থী ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। ঘটনাটি জানাজানি হলে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের মাঝে চরম অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে সাব্বিরসহ এর পেছনে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, পূর্ববর্তী পরীক্ষার দিন সাব্বির আলম পরীক্ষার প্রতিটি কক্ষে গিয়ে ব্যবহারিক পরীক্ষার দিন ১০০ টাকা করে নিয়ে আনার ঘোষণা দেন। এরপর পরীক্ষার দিন তিনি কয়েকজন শিক্ষার্থীর মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে টাকা উত্তোলন করেন। সাব্বির আলম তাদের মধ্যে কয়েকজন সহপাঠীর মাধ্যমে টাকা সংগ্রহ করেন এবং টাকা না দিলে পরীক্ষায় অসুবিধার সম্মুখীন হতে হবে বলেও হুমকি দেন।

ঘটনার বিষয়ে অভিযুক্ত সাব্বিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে মাদরাসার অধ্যক্ষ মোঃ হায়াত আলী বলেন, ‘আমি বর্তমানে ছুটিতে আছি। এ ঘটনার বিষয়ে আমি অবগত নই। আমি শুরু থেকেই টাকা তুলতে নিষেধ করেছি। তবে এ ধরনের অনৈতিক ঘটনা যদি ঘটে থাকে, আমি অবশ্যই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, এমন কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের আচরণ কখনোই কাম্য নয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট