1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ডিলারের বিরুদ্ধে সার চুরি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ রাজশাহী ৩ আসনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করছেন ইকবাল হোসেন কুড়াখাল ও মগপুস্কুরিনীকে মডেল গ্রাম গড়ার উদ্যোগ খানজাহান আলী থানার ১টি ওয়ার্ড ও ২টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত দুর্গাপূজা উপলক্ষে সরাইলে প্রস্তুতি সভা ৫২টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে ১৫ বছর পর সম্মেলনে ফখরুলের হুঁশিয়ারি: যে নেতার নামে স্লোগান হবে, সেই মাইনাস হবেন ফুলপুরে ইউনিয়ন কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত দুইটি শব্দ(কবিতা) পবা উপজেলার দর্শন পাড়া ইউনিয়ন রাষ্ট্র সংস্কারে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত এ রায়হানুল আলম রায়হান এর উঠান বৈঠক “ভাইরাল ছবিতে বিতর্কে স্কুল কমিটি সদস্য”

সাম্য হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

মো:আল আমিন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

সাম্য হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

মো:আল আমিন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, মূল ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে ওয়ালী নেওয়াজ খান কলেজ শাখা ছাত্রদল। একইসঙ্গে তারা নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের আহ্বান জানান।

রবিবার (১৮ মে) সকাল সাড়ে ১১টার দিকে কলেজ প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজ শাখা ছাত্রদলের আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক তাফসিরুল ইসলাম প্রিময় এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান নিশান।

সমাবেশে বক্তারা বলেন, “শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ড একটি পূর্বপরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা। অথচ ঘটনার পর কেটে গেলেও মূল ঘাতক ও পরিকল্পনাকারীরা এখনও ধরা পড়েনি। এতে স্পষ্ট, তদন্তে গাফিলতি ও প্রভাব খাটানো হচ্ছে।”

তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার, দ্রুত বিচার এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই হত্যাকাণ্ডের বিচার না হলে ছাত্রদল সারাদেশে কঠোর আন্দোলনে নামবে।”

সমাবেশে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম নিশাদ, জেলা ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক হাসিবুর রহমান মিশাত, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওলিউল্লাহ্ অলি, সদস্য সচিব রাসেল আহমেদ জীবন, এবং কলেজ ছাত্রদলের নেতাকর্মী ফেরদৌস, রোমান, নকিব, শুভ, রাদিউল ইসলাম সৌরভ প্রমুখ।

উল্লেখ্য, গত ১৩ মে (মঙ্গলবার) রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রমনা কালীমন্দিরের উত্তর পাশে পুরোনো ফোয়ারার কাছে দুর্বৃত্তদের হামলায় নিহত হন শাহরিয়ার আলম সাম্য। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রদলের সক্রিয় নেতা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট