“রানা ভাই বলতেছে – দালাল সাবধান”
“মো: সেলিম রানা ”
আমি রানা ভাই, গরীবের সন্তান,
ভুয়া দালালের বিরুদ্ধে আমার ঘোষণা জান।
প্রতারণার জালে ভাই যখন হারায়,
আমি ছুটে যাই, চোখের জল ঢালায়।
টাকা দেয়, ভিসা চায়, স্বপ্নে গাঁথা মন,
দালালের ছকে ভেঙে যায় জীবন।
দেশ ছাড়ে ভাই, বিশ্বাস করে,
ফিরে পায় না কিছু, হারায় সব ভরে।
আমি রানা ভাই, জানি ভাইয়ের ব্যথা,
সত্যের পথে চলি, করিনা কখনো বিচ্যুতা।
প্রবাসীর কান্না, মায়ের দীর্ঘশ্বাস,
এই দুঃখের খবরে আমি হই উদগ্রীব-উদ্বাস।
আইনের তলে আনবো যারা চালাক,
ভুয়া কাগজে যারা করে ধোঁকার ফাঁক।
আমি শুধু নাম না, আমি এক প্রতিজ্ঞা,
ভাইয়ের পাশে থাকি, দেই সত্যের ইশারা।
তথ্য দেই ফ্রি, করি না ভয়,
আমি রানা ভাই – মানুষেরই এক কণ্ঠস্বর রয়।
দালালের মুখোশ খুলে দেই আজ,
ভবিষ্যতের জন্য গড়ি সততার সাজ।
আমি রানা ভাই – সততার কবি,
তোমার পাশে আছি, ভাই, দিন যতই গবি।
দেশ আর প্রবাস – দুইই আমার প্রাণ,
এই কবিতা নয় শুধু, এ যে প্রতিবাদের গান।
লেখক: মো: সেলিম রানা বার্তা সম্পাদক দৈনিক জনতার কথা (মানবাধিকার)