মাদারীপুরে রেস্টুরেন্ট ব্যবসাই এর আত্মহত্যা
মোঃ মাইনুল ইসলাম
নিজস্ব সংবাদদাতা
মাদারীপুর সদর উপজেলাধীন ডিসি ব্রিজ এলাকায় ভোজন বিলাস রেস্টুরেন্টের পরিচালক মোঃ শাহিন তালুকদার বেলা আনুমানিক টাইম ১২-৩০ মিনিটে আত্মহত্যা করেছেন অতীব সুনামের সাথে দীর্ঘদিন মোঃ শাহিন মাদারীপুরে ডিসি ব্রিজে ভোজন বিলাস নামে একটি রেস্টুরেন্ট পরিচালনা করে আসছেন শাহিনের আচার ব্যবহার সন্তোষজনক ছিল শাহিনের বাড়ি ফরিদপুরে শাহিন মাদারীপুর ভাড়া বাসায় থেকে ভজন বিলাস রেস্টুরেন্টেটি ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করতেন স্থানীয় সূত্রে জানা যায় সায়ন্ত তালুকদার দুই বিয়ে করেছেন স্থানীয়রা কেউ কেউ বলছেন পারিবারিক কল হে শাহীন তালুকদার আত্মহত্যা করেছেন এছাড়া কেউ কেউ বলছেন হোটেল ব্যবসায় মন্দ থাকে অর্থনৈতিকভাবে অনেক টাকা ঋণ হয়ে পড়েন যায় সামলাতে না পেরে শাহীন তালুকদার আত্মহত্যা করেছে আমরা এখনো পুরো ঘটনার সত্যতা উন্মোচন হয়নি মাদারীপুর মডেল থানা পুলিশ বিষয়টা খতিয়ে দেখছেন