1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ডিলারের বিরুদ্ধে সার চুরি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ রাজশাহী ৩ আসনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করছেন ইকবাল হোসেন কুড়াখাল ও মগপুস্কুরিনীকে মডেল গ্রাম গড়ার উদ্যোগ খানজাহান আলী থানার ১টি ওয়ার্ড ও ২টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত দুর্গাপূজা উপলক্ষে সরাইলে প্রস্তুতি সভা ৫২টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে ১৫ বছর পর সম্মেলনে ফখরুলের হুঁশিয়ারি: যে নেতার নামে স্লোগান হবে, সেই মাইনাস হবেন ফুলপুরে ইউনিয়ন কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত দুইটি শব্দ(কবিতা) পবা উপজেলার দর্শন পাড়া ইউনিয়ন রাষ্ট্র সংস্কারে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত এ রায়হানুল আলম রায়হান এর উঠান বৈঠক “ভাইরাল ছবিতে বিতর্কে স্কুল কমিটি সদস্য”

কিশোরগঞ্জে পশু মোটাতাজাকরণে বিপ্লব, কোরবানির আগে প্রস্তুত ২ লাখের বেশি

: আল আমিন কিশোরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে পশু মোটাতাজাকরণে বিপ্লব, কোরবানির আগে প্রস্তুত ২ লাখের বেশি

মো: আল আমিন কিশোরগঞ্জ প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কিশোরগঞ্জ জেলায় পশু মোটাতাজাকরণে চলছে বিপ্লব। খামারে খামারে এখন ব্যস্ত সময় পার করছেন খামারিরা। জেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, এবার কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৩৬৯টি গবাদিপশু, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।

প্রাণিসম্পদ বিভাগের তথ্য মতে, গত বছর কিশোরগঞ্জে কোরবানির পশু প্রস্তুতের সংখ্যা ছিল ১ লাখ ৬ হাজার। এবার তা দ্বিগুণ ছাড়িয়ে গেছে। জেলার প্রায় ২৩ হাজার খামারে পশু মোটাতাজাকরণ চলছে পুরোদমে। প্রস্তুত পশুর মধ্যে রয়েছে ৭০ হাজার ৭১টি ষাড়, ৪ হাজার ৬টি বলদ, ১৮ হাজার ৫৫৯টি গাভী, ১ হাজার ২৮৮টি মহিষ, ১ লাখ ১৩ হাজার ৮৯৬টি ছাগল, ৫ হাজার ৫১৬টি ভেড়া, ও ৩৩টি দুম্বা।

চাহিদা অনুযায়ী এবছর জেলায় প্রয়োজন ১ লাখ ৮০ হাজার ৯১১টি পশু। ফলে ৩২ হাজার ৪৫৮টি পশু অতিরিক্ত থাকবে, যেগুলো দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা হবে।

খামারিরা আশাবাদী

করিমগঞ্জ উপজেলার সিদলার পাড় গ্রামের ইয়াসিন এগ্রো ফার্মের মালিক সুমন মিয়া বলেন, “আমার খামারে এ বছর অনেক গরু দেশীয় পদ্ধতিতে মোটাতাজা করেছি। গো-খাদ্যের দাম অনেক বেড়ে যাওয়ায় গরুর দামও তুলনামূলকভাবে বেশি রাখতে হচ্ছে। এক লাখ থেকে সাড়ে চার লাখ টাকা পর্যন্ত দামের গরু রয়েছে আমাদের খামারে।”

সদর উপজেলার খামারি খোকন মিয়া জানান, তাঁর খামারে ২২টি গরু রয়েছে। এর মধ্যে ১২টি কোরবানির হাটে তুলবেন। তিনি বলেন, “গত বছর করোনা ও অন্যান্য কারণে ৯ হাজারেরও বেশি পশু অবিক্রীত ছিল। এবার সেই সমস্যা নেই, তাই ভালো দামের প্রত্যাশা করছি।”

সরাসরি খামার থেকেই পশু কেনার ঝোঁক

পশুর হাটে অতিরিক্ত খরচ ও অসুস্থ পশুর ঝুঁকির কারণে অনেক ক্রেতাই এবার সরাসরি খামার থেকে পশু কিনছেন। ক্রেতা আবুল হোসেন বলেন, “হাটে গেলে এক লাখ টাকার গরুর জন্য পাঁচ হাজার টাকা পর্যন্ত হাসিল দিতে হয়। খামার থেকে কিনলে সেটা দিতে হয় না, বরং সুস্থ ও সবল গরু পছন্দমতো নিতে পারছি।”

দেশজুড়ে চাহিদা কিশোরগঞ্জের পশুর

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র পন্ডিত বলেন, “এখানকার খামারিরা প্রাকৃতিক পদ্ধতিতে—ঘাস, খৈল, ভুসি ইত্যাদি খাইয়ে পশু মোটাতাজা করেন। ফলে এখানকার পশুর দেশজুড়ে ব্যাপক চাহিদা রয়েছে। বাজার ভালো থাকলে এবার কিশোরগঞ্জ জেলায় হাজার কোটি টাকার পশু বিক্রির সম্ভাবনা রয়েছে। আমরা খামারিদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছি।”

গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি

জেলার বিভিন্ন এলাকায় এখন শুধু দুধ উৎপাদন নয়, বছরজুড়েই উন্নত জাতের গরু, ছাগল, মহিষ, ভেড়া পালন করে মোটাতাজাকরণের মাধ্যমে আয় করছেন খামারিরা। এতে করে নতুন করে গড়ে উঠেছে অনেক বাণিজ্যিক খামার।
স্থানীয় চাহিদা মিটিয়ে অতিরিক্ত পশু দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হবে, যা গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট