1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ডিলারের বিরুদ্ধে সার চুরি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ রাজশাহী ৩ আসনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করছেন ইকবাল হোসেন কুড়াখাল ও মগপুস্কুরিনীকে মডেল গ্রাম গড়ার উদ্যোগ খানজাহান আলী থানার ১টি ওয়ার্ড ও ২টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত দুর্গাপূজা উপলক্ষে সরাইলে প্রস্তুতি সভা ৫২টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে ১৫ বছর পর সম্মেলনে ফখরুলের হুঁশিয়ারি: যে নেতার নামে স্লোগান হবে, সেই মাইনাস হবেন ফুলপুরে ইউনিয়ন কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত দুইটি শব্দ(কবিতা) পবা উপজেলার দর্শন পাড়া ইউনিয়ন রাষ্ট্র সংস্কারে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত এ রায়হানুল আলম রায়হান এর উঠান বৈঠক “ভাইরাল ছবিতে বিতর্কে স্কুল কমিটি সদস্য”

কুলিয়ারচরে ৫১ বছর বয়সে সাংবাদিক দম্পতির এসএসসি পরীক্ষা, সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় নিন্দার ঝড়

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ আল আমিন
  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

কুলিয়ারচরে ৫১ বছর বয়সে সাংবাদিক দম্পতির এসএসসি পরীক্ষা, সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় নিন্দার ঝড়

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ আল আমিন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাংবাদিক কায়সার হামিদ (৫১) ও তার স্ত্রী মোছাঃ রোকেয়া আক্তার রিনা (৪৮) ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় একসঙ্গে অংশগ্রহণ করেছেন। নরসিংদী জেলার বেলাব উপজেলার বিন্নাবাইদ দারুল উলুম দাখিল মাদ্রাসা থেকে ফরম পূরণ করে তারা কুলিয়ারচরের লক্ষীপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন।

অভিনব এই ঘটনাটি স্থানীয়ভাবে কৌতূহলের জন্ম দিয়েছে এবং বহু মানুষ তাদের এই পদক্ষেপকে শিক্ষার প্রতি অদম্য আগ্রহের প্রতীক হিসেবে দেখছেন।

তবে পরীক্ষার সংবাদ সংগ্রহ করতে গিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম হয়। জিটিভির ভৈরব প্রতিনিধি এম এ হালিম পরীক্ষার্থী সাংবাদিক কায়সার হামিদের সঙ্গে কথা বলতে গেলে তিনি উত্তেজিত হয়ে হালিমের মোবাইল ফোন কেড়ে নিয়ে অশালীন আচরণ করেন এবং মোবাইলে ধারণকৃত ভিডিওসহ গুরুত্বপূর্ণ তথ্য ডিলিট করে দেন। এ সময় কেন্দ্রের বাইরে আরও ১০-১২ জন বখাটে যুবক পাঠিয়ে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে।

পরবর্তীতে কুলিয়ারচর থানাকে বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মোবাইল ফোনটি উদ্ধার করে হালিমের কাছে ফেরত দেন।

এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শনিবার দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কুলিয়ারচর শাখা এক জরুরি সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জামাল উদ্দিন। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ ছাবির উদ্দিন রাজু (দৈনিক বাংলাদেশ সমাচার), সিনিয়র সহ-সভাপতি এম আর ওয়াসিম (দৈনিক গণ মানুষের আওয়াজ), যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রুবেল (সাপ্তাহিক প্রমাণ চিত্র), নাঈম মিয়া (ডেল্টা টাইমস), সোহানুর রহমান (বিজয় টিভি), জাহাঙ্গীর হোসেন (দৈনিক আজকের বসুন্ধরা), জুয়েল মিয়া (দৈনিক স্বাধীন বাংলা) প্রমুখ।

তারা বলেন, “সাংবাদিক এম এ হালিম একজন অভিজ্ঞ ও জনপ্রিয় গণমাধ্যম কর্মী। তার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার করে সুনামহানির চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।”

এদিকে, কেন্দ্র সচিব ও লক্ষীপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ সেলিম হায়দার বলেন, “এই বয়সে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিঃসন্দেহে একটি অনুপ্রেরণার বিষয়। তাদের দেখে অনেকেই উৎসাহিত হবেন।” একইভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতিমাতুজ্জোহরা বলেন, “চলতি বছর কুলিয়ারচরের সবকটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।”

স্থানীয় শিক্ষার্থী ও বাসিন্দারাও মত দেন, “বয়স শিক্ষার অন্তরায় নয়। ইচ্ছাশক্তি থাকলে যে কেউ যে কোনো বয়সে নতুন করে পড়াশোনা শুরু করতে পারেন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট