1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ডিলারের বিরুদ্ধে সার চুরি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ রাজশাহী ৩ আসনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করছেন ইকবাল হোসেন কুড়াখাল ও মগপুস্কুরিনীকে মডেল গ্রাম গড়ার উদ্যোগ খানজাহান আলী থানার ১টি ওয়ার্ড ও ২টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত দুর্গাপূজা উপলক্ষে সরাইলে প্রস্তুতি সভা ৫২টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে ১৫ বছর পর সম্মেলনে ফখরুলের হুঁশিয়ারি: যে নেতার নামে স্লোগান হবে, সেই মাইনাস হবেন ফুলপুরে ইউনিয়ন কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত দুইটি শব্দ(কবিতা) পবা উপজেলার দর্শন পাড়া ইউনিয়ন রাষ্ট্র সংস্কারে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত এ রায়হানুল আলম রায়হান এর উঠান বৈঠক “ভাইরাল ছবিতে বিতর্কে স্কুল কমিটি সদস্য”

ফুলপুরে মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফয়জুর রহমান ( ময়মনসিংহ), ফুলপুর প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

ফুলপুরে মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফয়জুর রহমান ( ময়মনসিংহ), ফুলপুর প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুরে মহান মে দিবস উপলক্ষে ( ১ মে বৃহস্পতিবার) সকাল ১১ টায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।র‍্যালিটি ফুলপুর কোট ভবন এর সামনে থেকে শুরু হয়ে ফুলপুর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে ফুলপুর উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। উক্ত অনুষ্ঠানে ফুলপুর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমানের সভাপতিত্ব উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা, সহকারি কমিশনার ভূমি মেহেদী হাসান ফারুক, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু,পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মোস্তফা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন খান,পৌর বিএনপির যুগ্ম আহ্বায় সাদেকুল হক সাদেক, উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান, যুবদল নেতা শাহজাহান সিরাজ সহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ । এসময় অতিথি গন তাদের বক্তব্যে বলেন দৈনিক ৮ ঘন্টা শ্রম, ন্যায্য মজুরি, শ্রমের মর্যাদা আদায়ের লক্ষ্যে ১৮৮৬ সালে পহেলা মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটের শ্রমিকদের রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিক ও শ্রমের মর্যাদা সম্মানের সাথে বিশ্বময় স্বীকৃতি লাভ করে। এই দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের অন্যতম দিন। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও উৎপাদনের কারিগর হলো শ্রমিকরা। ফলে শ্রমিকদের অধিকার সুরক্ষিত থাকা প্রয়োজন। কোন শ্রমিক যেন অবহেলার স্বীকার না হয়। অতিথি গণ আরোও বলেন শ্রমিকদের পাওনা যথা সময়ে বুঝিয়ে দিতে হবে। বাংলাদেশের অনেক জায়গায় এখনো দেখা যায় শ্রমিকগণ তাদের ন্যায্য পাওনার জন্য আন্দোলন করতে হয় এটা অত্যন্ত দুঃখজনক। কর্ম ক্ষেত্রে যাতে কোন অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি না হয় সে বিষয়ে মালিক শ্রমিক উভয়কে সচেতন থাকতে হবে মালিক শ্রমিক ভাই ভাই হিসাবে সহ অবস্থান তৈরি করতে হবে। এ সময় শ্রমিক নেতাগণ উপজেলা প্রশাসন এবং বিএনপি নেতৃবৃন্দের কাছে তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। উপজেলা প্রশাসন এবং বিএনপির নেতৃবৃন্দ তাদের যৌক্তিক দাবি গুলো পুরনের ব্যাপারে তাদেরকে আশ্বস্ত করেন।

অনুষ্ঠানে রাজ উস্তাগার নির্মাণ শ্রমিক ইউনিয়ন, ময়মনসিংহ জেলা মিশুক, বেবিট্যাক্সি, ট্যাক্সিকার, সি এনজি চালিত অটো রিক্সা,শ্রমিক ইউনিয়ন, ফুলপুর হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন, দোকান কর্মচারী ইউনিয়ন, রিক্সা শ্রমিক কর্মচারী ইউনিয়ন, সহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ নিজ নিজ ব্যানারে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট