নারায়ণগঞ্জে জমি বিক্রির নামে প্রতারণা, হুমকি-ধমকিতে কোর্টে মামলা
রিপোর্টার: তোফাজ্জল
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১ কোটি ২৫ লাখ টাকার জমি বিক্রির নামে প্রতারণার অভিযোগ উঠেছে একদল প্রভাবশালী দালালের বিরুদ্ধে। ভুক্তভোগী জমির মালিক পক্ষ জানিয়েছেন, জমি বিক্রির চুক্তির পর ৪৬ লাখ টাকা পরিশোধ করেই ক্রেতা পক্ষ বাকি টাকা পরিশোধে গড়িমসি করতে থাকে। এরপর জমির দখল বুঝে নেওয়ার পাশাপাশি ভয়ভীতি প্রদর্শনের পথ বেছে নেয় তারা।
জানা যায়, এস.কে. প্লাস্টিকের মালিক ব্যবসা গুটিয়ে নেওয়ার পর বাদী ২০১৫ সালের ১ সেপ্টেম্বর তারিখে ওই ভবনের নিচতলা মোঃ শাহাবউদ্দীন রনিকে ভাড়া দেন। পরে নিজেই সেখানে অটো গ্যারেজ চালান। এরপর ২ নম্বর আসামী আব্দুর রহমান, ৫ লাখ টাকা অগ্রিম ও ৫০ হাজার টাকা মাসিক ভাড়ায় ফ্লোরটি ভাড়া নেন।
এদিকে, বাদীর স্ত্রী মেহেরীন আক্তারের নামে রেজিস্ট্রিকৃত সম্পত্তি বিক্রির সিদ্ধান্তের পর ১ নম্বর আসামী মকবুল হোসেন, যিনি জমি বিক্রয় দালাল ও দলিল লেখক হিসেবে পরিচিত, ‘পাওয়ার অব অ্যাটর্নি’র মাধ্যমে ৬.৭৫ শতাংশ জমি এবং তাতে থাকা দোতলা বিল্ডিং ১ কোটি ২৫ লাখ টাকায় বিক্রির প্রস্তাব দেন। এর বিপরীতে মাত্র ৩৫ লাখ টাকা নগদ পরিশোধ করা হয়। কিন্তু এরপর থেকে কোনো অর্থ পরিশোধ করা হয়নি।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, বাকি টাকা চাওয়ার পর উল্টো তাদের শামীম ওসমান ও দীপু মনির নাম ব্যবহার করে ভয়ভীতি দেখানো হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এতে বাধ্য হয়ে জমির প্রকৃত মালিকরা আদালতের দ্বারস্থ হয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগীরা প্রতিকার দাবি করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।