1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান কিশোরগঞ্জ-৫ আসনে এহসান কুফিয়ার নেতৃত্বে হাজারো মোটরসাইকেল শোভাযাত্রা টেকসই উন্নয়ন অভীষ্ঠ (এসডিজি)বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত সরাইলে মাসব্যপি টাইফয়েড টিকাদান কর্মসূচীর উদ্বোধন বাহরাইন থেকে ৬৫ লাখ টাকা নিয়ে পালিয়েছেন ফারুক বিপদে ৯০ বাংলাদেশি

বগুড়া গাবতলী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ ; ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর

বায়েজিদ হোসেন, বিশেষ প্রতিনিধি বগুড়া।
  • প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

বগুড়া গাবতলী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ ; ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর

বায়েজিদ হোসেন, বিশেষ প্রতিনিধি বগুড়া।

বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান এলাকায় ইছামতী নদীর পাড় ঘেঁষা আবাদি জমি থেকে অবৈধভাবে একটি চক্র রাতের আঁধারে নিয়োমিত মাটি কাটার অভিযোগ উঠেছে।

নদীর পাড় রক্ষা এবং আশপাশের আবাদি জমি রক্ষার্থে এলাকাবাসী জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার এবং সরকারি ভুমি কমিশনার দপ্তরে লিখিত অভিযোগ করলেও সাময়িক ভাবে মাটি কাটার কাজ বন্ধ থাকে। কিন্তু নিয়োমিত প্রশাসনের তদারকি না থাকায় চক্রটি রাতের আঁধারে মাটি কেটেই ছলছে। অভিযুক্ত এলাকা ছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে মাটি কাটার কাজ চলমান আছে।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার মহিষাবান এলাকার আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে আব্দুর রাজ্জাক,আদুল মন্ডলের ছেলে ইউনুছ আলী এবং দছি মন্ডলের ছেলে রাজা মন্ডল সহ কয়েকজনের একটি চক্র ঐ এলাকার ইছামতী নদীর পাড় ঘেঁষা আবাদি জমি থেকে অবৈধভাবে মাটি কাটছেন। এতে করে আশেপাশের আবাদি জমি ধসে যাওয়া সহ বিভিন্ন হুমকির মুখে পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ইছামতী নদীর প্রবাহ স্রোতকে বাঁধা দিয়ে রাস্তা করে মাটির কাটার কাজ চলমান আছে।

এলাকাবাসীর অভিযোগ, যারা মাটি কাটার কাজ করছেন তাদের বাঁধা দিতে গেলে প্রাণনাশ সহ বিভিন্ন হুমকি দিয়ে যাচ্ছেন। এবিষয়ে প্রশানকে অবগত করলে তারা কিছু সময় কাজ বন্ধ রাখেন। পরবর্তীতে তারা কৌশলে রাতের আঁধারে এখনো মাটি কাটার কাজ করছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এবিষয়ে অভিযুক্ত রাজার মন্ডলের সাথে কথা বললে তিনি জানায়, আমি আর ওগুলোর মধ্যে নেই। আপনারা যা ইচ্ছা তাই করেন।

এবিষয়ে গাবতলী উপজেলা নির্বাহী অফিসার বলেন, এলাকাবাসী অভিযোগ দেয়ার পর আমরা ব্যবস্থা নিয়েছি। কিন্তু অভিযুক্তরা যদি আবারো মাটি কাটার কাজ চালান তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট